বাংলাহান্ট ডেস্কঃ মাত্র তিন মিনিটের ভিডিও কল ( video call), তাতেই কাজ ( job) হারালেন ১৪ শতাংশ উবের ( uber) কর্মী। ক্ষতি বাঁচাতে এমনই সিদ্ধান্ত নিতে হল অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা। উবের ক্রেতা সুরক্ষার প্রধান রাফিন শাভেলিউ এই সিদ্ধান্ত জানিয়ে দেন কর্মীদের।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেছে অর্থনীতির। ক্ষতির মুখে পড়ে কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে সংস্থা গুলি। এবার সেই তালিকায় নাম লেখাল উবের। মাত্র তিন মিনিটের জুম কলে কাজ হারালেন ১৪ শতাংশ উবের কর্মী।এছাড়াও আরো বেশ কয়েকটি বিভাগের ২০০ কর্মীকেও দেওয়া হয় এই দুঃসংবাদ।
কিছুদিন আগেই এই সংস্থার খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ ‘উবের ইটস’ ঘোষণা করেছিল পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা। এবার ক্রেতা সুরক্ষাতে কাজ হারালেন ৩৫০০ মানুষ। ২০২০-এর প্রথম তিনমাসে এই সংস্থা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
২৫ মে থেকে সারা ভারত জুড়ে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় এই সংস্থার ব্যবসায়িক পরিধি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তাই এই মুহূর্তে ক্রেতা সুরক্ষায় কর্মী ছাঁটাই করে ব্যয় সংকোচনের পথে হাঁটল উবের।যদিও বিনা নোটিশে এই কাজ ছাঁটাই মেনে নিতে পারেন নি উবের কর্মচারীরা৷ কর্তৃপক্ষ তাদের জন্য আর্থিক প্যাকেজের কথা জানালেও এই ভাবে কর্মী ছাঁটাই কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে করোনা সংক্রমণ কাজ কেড়ে নিল আরো ৩৫০০ মানুষের।