হাওড়া স্টেশন থেকে উদ্ধার সাড়ে ৩৮ লক্ষ টাকার উৎস কী? তদন্তে নামল রেল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন (Howrah Rail Station) থেকে। জানা যাচ্ছে ওই টাকার অঙ্কের পরিমাণ প্রায় সাড়ে ৩৮ লক্ষ টাকা। এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ (RPF)। এই টাকার উৎস কী তা নিয়ে সঠিক কোনও উত্তর না মেলায় অভিযুক্তদের আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে বের হতে দেখা যায়। নজরে পড়তেই ওই দু’জনকে পাকড়াও করেন কর্তব্যরত আরপিএফ জওয়ানেরা। এর পর তাঁদের ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে পাওয়া যায় নগদ অন্তত ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই ওই দুই ব্যক্তিকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়ন ওই দু’জনের মধ্যে এক জনের নাম রুস্তম আনসারি (৩৯) এবং অপর জনের নাম শুভম বর্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।

   

m

আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁরা কোথায় কী জন্য যাচ্ছিলেন এবং এই টাকার উৎসই বা কী, সে সম্পর্কে ঠিক করে কিছুই জানাতে পারেননি ওই দুই ব্যক্তি। তবে ওই যুবকেরা জেরায় জানায়, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে এই টাকা নিয়ে এসেছে। কিন্তু, তাঁদের উত্তরে সন্তুষ্ট না হয়ে খবর দেওয়া হয় আয়কর দফতরে। এর পর আয়কর কর্তাদের হাতে তুলে দেওয়া হয় রুস্তম ও শুভমকে।

অন্যদিকে গত মাসেই হাওড়ার পাঁচলা একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। হাওড়ার পাঁচলার কাছে রানিহাটি মোড়ে ওই কালো রঙের ফরচুনার গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা। গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তাঁদেরকেও আটক করা হয়। এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরে হাওড়ার নানা প্রান্ত থেকে লাগাতার টাকা উদ্ধারের ঘটনায় স্বভাবতই চাপানউতর বেড়েছে নাগরিক মহলে। উদ্বেগ বেড়েছে পুলিশ-প্রশসানেরও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর