বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়াই হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ মানুষের চারণভূমি। বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকেই ঢাল বানিয়ে থাকেন অধিকাংশ মানুষ। অনেক সময়ই নেট মাধ্যমে করা পোস্ট ছাড়ায় শালীনতার মাত্রা। নেটিজেনদের একাংশের বিরুদ্ধে ওঠে অভিযোগ। এবার এই কারণে গ্রেফতার করা হল ৩৯ জনকে। মুখ্যমন্ত্রীর (Chief Minister) বিরুদ্ধে নেটপাড়ায় কুৎসিত আক্রমণকে কঠোর হাতে দমন করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার।
মুখ্যমন্ত্রীর (Chief Minister) বিরোধিতা করায় গ্রেফতারি
সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চলছে নাগাড়ে কুরুচিকর আক্রমণ। আপত্তিকর পোস্টে গোষ্ঠী বিবাদের উসকানি দেওয়ার অভিযোগও উঠছে। এর বিরুদ্ধেই এবার বড়সড় ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী (Chief Minister) চন্দ্রবাবু নাইডুর প্রশাসন। ইতিমধ্যেই এই পোস্টগুলির জন্য দায়ের করা হয়েছে শতাধিক মামলা, ৫০ এরও বেশি আইনি নোটিস জারি করা হয়েছে। এখনো পর্যন্ত এই মামলা গুলিতে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
কাদের নামে হচ্ছে আপত্তিকর পোস্ট: উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট গুলি নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলির অধিকাংশেই নিশানায় রয়েছেন চন্দ্রবাবু নাইডুর (Chief Minister) স্ত্রী, ছেলে, উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের কন্যা এবং প্রদেশ কংগ্রেস নেত্রী ওয়াই এস শর্মিলা। তাঁদের নামে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে।
আরো পড়ুন : বিপদের দিনে বন্ধু ভারত, প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান দিচ্ছে এই দেশ
সরব হয়েছে বিরোধী দল: এমনকি চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণের ‘বিকৃত’ ছবি পোস্ট করার অভিযোগে সমন পেয়েছেন পরিচালক রাম গোপাল ভার্মা। সাত দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এভাবে পরপর গ্রেফতারিতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chief Minister) জগন মোহন রেড্ডি।
বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে শতাধিক মামলা, গ্রেফতার হয়েছেন ৪৯ জন। বিরোধী দলনেতা কটাক্ষ করেছেন, ভোটের আগে দেওয়া ছয় প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাহলে তাঁর বিরুদ্ধে ৪২০ মামলা হবে না কেন? মানুষের বাকস্বাধীনতা হরণের অভিযোগ তুলে রেড্ডি হুঁশিয়ারি দিয়েছেন, যতই গ্রেফতারি হোক, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ থামবে না।