২৬ বনাম ৩৯! বিরোধীদের জোট ঘোষণার দিনই চমকে দিল বিজেপি, NDA-তে শামিল আরও দল

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪-র লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাচ্ছে শাসক থেকে বিরোধী সমস্ত দলই। এর মধ্যে বিরোধীরা একত্রিত হয়ে নতুন জোটের ঘোষণা করেছেন। তাঁরা সেই জোটের নাম দিয়েছে INDIA। বর্তমানে বিরোধীদের এই জোট চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বলে দিই যে, মোট ২৬টি দল মিলে এই জোট গড়েছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন UPA জোটের বদলে এবার সবাই মিলে INDIA-র হয়ে মাঠে নামবে।

তবে এরই মধ্যেই নিজেদেরও শক্তিশালী করতে ব্যস্ত বিজেপি নেতৃত্বাধীন NDA জোট। বিরোধীরা যেই সময় ব্যাঙ্গালুরুতে তাদের বৈঠক করছেন। সেই সময় বিজেপিও তাদের সহযোগী দলগুলিকে নিয়ে দিল্লিতে বৈঠক সেরে নিল। এই বৈঠকে সবথেকে অবাক করা বিষয় ছিল যে, মোট ৩৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উপস্থিত হয়েছিল ৩৯ দলের নেতা।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এটা আমাদের কাছে গর্বের বিষয় এই যে আমাদের সহযোগীরা দিল্লির বৈঠকে যুক্ত হয়েছেন। আমাদের জোট দেশের স্বার্থে আর দেশের মানুষদের আকাঙ্ক্ষা পূরণ করার কাজ করতে থাকবে।” উল্লেখ্য, বর্তমানে দেশের ১০টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে। এবং NDA-র সরকার রয়েছে ৫টি রাজ্যে।

বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার), রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (পশুপতি কুমার পারস), এআইএডিএমকে, আপনা দল (সোনেলাল), ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, সিকিম ক্রান্তিকারি মোর্চা, মিজো ন্যাশনাল ফ্রন্ট, ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, নাগা পিপলস ফ্রন্ট, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, অসম গণ পরিষদ, পিএমকে, তামিল মানিলা কংগ্রেস, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, শিরোমনি আকালি দল (ইউনাইটেড), মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি, জননায়ক জনতা পার্টি, প্রহর জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, জন সুরাজ্য শক্তি পার্টি, কুকি পিপলস অ্যালায়েন্স, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (মেঘালয়), হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি, নিষাদ পার্টি, অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, জনসেনা পার্টি, হরিয়ানা লোকহিত পার্টি, ভারত ধর্ম জনসেনা, কেরালা কামরাজ কংগ্রেস, পুঠিয়া তামিলগাম, লোক জন শক্তি পার্টি (রাম বিলাস পাসওয়ান), গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর