এই রাজ্যটিই সবচেয়ে ধনী ভারতে! পশ্চিমবঙ্গের কোন পজিশন? লিস্ট দেখলে অবাক হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : নানা ভাষা নানা মত নানা পরিধানের মতোই ভারতের (India) অর্থনৈতিক ক্ষেত্রও বৈচিত্র্যময়। আজ আমরা সাতটি এমন রাজ্য সম্পর্কে আলোচনা করব যারা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP)-এর শীর্ষে অবস্থান রয়েছে। ভারতের অর্থনৈতিক বিকাশে এই রাজ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করেছে।

• মহারাষ্ট্র : ভারতের সবথেকে ধনী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শহর হল মহারাষ্ট্রের (Maharashtra) রাজধানী মুম্বাই। মহারাষ্ট্র দেশের সব থেকে ধনী রাজ্য। এই রাজ্যের জিএসডিপি ৩১ ট্রিলিয়নেরও বেশি। স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট কোম্পানির অফিস রয়েছে মুম্বাইতে।

আরোও পড়ুন : দুঃসংবাদ! ATM থেকে টাকা তুললেই এবার এক্সট্রা খরচ, ১ মে থেকেই কপাল চাপড়াবেন আমজনতা

• তামিলনাড়ু : এই রাজ্যের অর্থনৈতিক বিকাশে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে এ রাজ্যের উৎপাদন ক্ষমতা। তামিলনাড়ুর জিএসডিপি ২০ ট্রিলিয়ন। টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই রাজ্যের স্বয়ংচালিত শিল্প অর্থনীতির অন্যতম বিকাশের কারণ।

আরোও পড়ুন : আগামী মাস থেকেই বাতিল হতে পারে বহু রেশন কার্ড! নতুন নির্দেশিকা না জানলে পড়বেন বিপদে

• গুজরাত : এ রাজ্যের ভৌগোলিক অবস্থান ও সুকৌশল অর্থনীতি এটিকে পরিণত করেছে ২০ ট্রিলিয়ন জিএসডিপির রাজ্যে। আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি পেট্রোকেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে এই রাজ্যের অবদান অস্বীকার্য।

• উত্তরপ্রদেশ : কৃষি ক্ষেত্রে এই রাজ্যের বড় ভূমিকা রয়েছে। যোগি রাজ্যের জিএসডিপি 19.7 ট্রিলিয়ন। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে উত্তরপ্রদেশ নিজস্ব স্বাক্ষর রেখেছে। গম, চাল, আখ এবং আলু-সহ বিভিন্ন ধরনের ফসল ও এ রাজ্যের আইটি সেক্টর অর্থনৈতিক বিকাশের অন্যতম কারণ।

আরোও পড়ুন : সেমিস্টার পদ্ধতিতে ‘না’ কেন্দ্রের, কিন্তু বদল আসবে বোর্ডের পরীক্ষায়! নয়া নির্দেশ CBSE’কে

• কর্ণাটক : ১৯.৬ ট্রিলিয়ন জিএসডিপি ভারতের দক্ষিণের এই রাজ্যের। দেশের বড় বড় আইটি সংস্থা ও স্টার্টআপ কোম্পানিগুলির পিঠস্থান বেঙ্গালুরু।বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি, জৈবপ্রযুক্তি গবেষণা ও উন্নয়নে এই রাজ্য যথেষ্ট উন্নতি করেছে।

• পশ্চিমবঙ্গ : ১৩ ট্রিলিয়নের বেশি জিএসডিপির রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal)। মূলত কৃষি ক্ষেত্রে এই রাজ্যের অবদান সব থেকে বেশি। এছাড়াও কলকাতা বন্দর আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণিজ্য ক্ষেত্রে। পাট, চা, ইস্পাত এবং বস্ত্রের মতো শিল্পগুলি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশের প্রধান কারণ।

park street kolkata

• অন্ধ্রপ্রদেশ : জৈব প্রযুক্তির উপর নির্ভর করে অন্ধ্রপ্রদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে। এই রাজ্যের জিএসডিপি ১১.৩ ট্রিলিয়ন। আইটি হাব, জৈব প্রযুক্তি ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজ্যের অর্থনৈতিক বিকাশে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর