ভোটের মাঝেই ছক্কা! লক্ষীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের, খুশিতে আত্মহারা সকলে

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট (Loksabha Election)। এরই মাঝে লক্ষীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে তরজা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে লক্ষীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ভাতা দ্বিগুন বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। তবে সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার। এই ইস্যুতেই লাগাম দিতে এবার বিরাট গ্যারান্টি অভিষেকের (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার কালনার বৈদ্যপুরে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে সভা করার কথা ছিল অভিষেকের। তবে খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল সভা সারেন অভিষেক। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে গ্যারান্টি দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাশাপাশি ভার্চুয়াল জনসভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন অভিষেক।

গেরুয়া শিবিরকে বাংলাবিরোধী তকমা দিয়ে অভিষেক বলেন, ‘সন্দেশখালি ঘটনার অনেকে আগে থেকেই আমরা বিজেপিকে বাংলাবিরোধী বলি। বাংলার ১০ কোটি মানুষকে, মহিলাদের অপমান করেছে এই বিজেপি। তবে আমার গ্যারান্টি, তৃণমূলের গ্যারান্টি, যত দিন আমরা আছি, এই শর্মিলা সরকারের হাত ধরে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। ‘

Abhishek Banerjee slams BJP from Bardhaman and Hooghly rally

আরও পড়ুন: রামনবমীর মিছিলে হামলা! ‘তদন্তভার NIA-র কাছেই যাওয়া উচিত’! বিরাট মন্তব্য হাইকোর্টের

আবাস যোজনার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘এই কেন্দ্র সরকার আমাদের সাহায্য করুক আর নাই করুক, ওই শর্মিলা সরকারের হাত ধরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।’ অর্থাৎ বিরোধীরা যতই বলুক না কেন, লক্ষীর ভাণ্ডার যে বন্ধ হচ্ছে না সেই বিষয়েই আশ্বস্ত করলেন অভিষেক। পাশাপাশি দিলেন আবাস যোজনা নিয়ে প্রতিশ্রুতিও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর