রেকর্ড আয়! ১ বছরে ১১৫ কোটির বেশি যাত্রীর থেকে যা কামালো রেল….হিসেব দেখলে মাথা ঘুরে যাবে

বাংলাহান্ট ডেস্ক : শত অভিযোগের মাঝেও নয়া রেকর্ড গড়ল পূর্ব রেলে (Eastern Railway)! পূর্ব রেলের রাজকোষ ভরে উঠলো লক্ষী লাভে! একাধিক অভিযোগ, সমস্যা, রেললাইন নির্মান নিয়ে যাত্রী দুর্ভোগ এই সব কিছুকে দূরে সরিয়ে রীতিমতো আনন্য নজির গড়ল পূর্ব রেল। মোটা টাকা আয় করে একেবারে ছক্কা হাঁকাল পূর্ব রেল।

রেল সূত্রে খবর, ২০২৩-২৪ আর্থিক বর্ষে পূর্ব রেলওয়ের মাধ্যমে যাত্রা করেছেন প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার। আরোও জানা গিয়েছে, এই যাত্রীদের মধ্যে প্রায় ৯৬৫ মিলিয়ন যাত্রী শহরতলি থেকে কলকাতায় আসা। তবে শুধু যে, আর্থিক বর্ষে যাত্রী পরিষেবা থেকেই প্রায় ৩৬০০ কোটি টাকা আয় (Income) করেছে রেল।

আরোও পড়ুন : ISRO যাচ্ছে নবম শ্রেণীর অর্পিতা! বাংলাকে গর্বিত করল দক্ষিণ দিনাজপুরের মেয়ে,ধন্য ধন্য করছে সবাই

গত বছরের আয় দেখলে বোঝা যাবে এই পরিমাণ থেকে নয় শতাংশ বেশি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র নিজেই জানান একথা। রেল সূত্রে খবর, শুধু গত এপ্রিল মাসে পূর্ব রেল আয় করেছে প্রায় ১০৭৩ কোটি টাকা। যা কিনা বিরাট রেকর্ড। এখানেই শেষ নয়, চলতি অর্থবর্ষে প্যাসেঞ্জার সার্ভিস বাবদ আয় হয়েছে প্রায় ৬৩৬ কোটি টাকা। 

আরোও পড়ুন : এক্কেবারে ভারতের উল্টো ছবি! পাকিস্তানে হু হু করে বাড়ছে হিন্দুদের সংখ্যা, প্রকাশ্যে এল বড় আপডেট

প্রচন্ড রোদ গরমের কারণে বর্তমানে স্কুল কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু অফিস কাছারি বন্ধ রয়েছে। তাতে অবশ্য ক্ষতি হয়নি পূর্ব রেলের। তার পরিবর্তে এপ্রিল মাসে প্যাসেঞ্জের রেভেন্যু বাবদ প্রচুর রোজগার হয়েছে পূর্ব রেলের। এটি নিঃসন্দেহে বিরাট একটি রেকর্ড এবং একটি মাইলস্টোন। যাতায়াতের জন্য পূর্ব রেলের ওপরেই ভরসা রাখেন শহর ও শহরতলীর মানুষজন।

Railways set a new example of income

একথা আরোও একবার প্রমাণ হয়ে গেলো। তাতেই খুব খুশি রেল কর্তৃপক্ষ। যাত্রীদের আরো সুবিধা দিতে রেলের পরিষেবা আরোও যাতে উন্নত করা যায়, সেদিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে রেলের আয় বৃদ্ধি পেলেও, রেলের পরিষেবা নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই।  তাঁদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে অধিকাংশ ট্রেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর