এই সপ্তাহে একইসঙ্গে বন্ধ থাকবে শহরের ৩ সেতু

 

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহে বন্ধ থাকবে শহর কলকাতার তিন সেতু।ফলেই চলতি সপ্তাহে নিত্য যাত্রীদের যথেষ্ট ভোগান্তিতে পড়তে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির কারণে তিনটি সেতু  সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকবে।

 

১. বাঘাযতীন উড়ালপুল

সোমবার রাত থেকেই বাঘাযতীন উড়ালপুলের রুবিগামী র‌্যম্প বন্ধ করে দেওয়া হয়েছে, যার  গাড়ি চলছে একদিক দিয়ে।  সেতুর নীচ দিয়ে ছোট গড়ি চললেও  বাঘাযতীন স্টেশনের রেল গেট থাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। ফলে ভোগান্তির শিকার হবে যাত্রীরা।

 

২. ১৫ অগাস্ট থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু।

 

৩.১৫ অগাস্ট থেকে চার দিনের জন্য বন্ধ থাকবে প্রিন্স আনোয়ার শাহ বাইপাস কানেক্টরের জীবনানন্দ সেতু।

 

অর্থাৎ ১৫ থেকে ১৮,  এই ৪ দিন উত্তর ও দক্ষিণের ৩টি উড়ালপুল একসঙ্গে বন্ধ থাকবে। এর ফলে যাদবপুর,  সন্তোষপুর,  রুবি, গড়িয়াহাট,  দেশপ্রিয়,  রাসবিহারী, গড়িয়া,  বৈষ্ণবঘাটা,  পাটুলি,  টালিগঞ্জ, মৌলালি,  এন্টালি,  ধর্মতলা,  রাজাবাজার, শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, পার্কসার্কাস-সহ কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় যাতায়াত করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বে।


সম্পর্কিত খবর