বাংলা হান্ট ডেস্কঃ ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচন চলছে রাজ্যের তিন জেলার ৩১টি আসনে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোট। হাওড়ার ৭টি বিধানসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১৫.৫২ শতাংশ ভোট পড়েছে। হুগলির ৮টি বিধানসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১৭.৩৫ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১৬টি বিধানসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১২.৮১ শতাংশ ভোট পড়েছে। তিন জেলায় গড়ে মোট ১৪.৬২ শতাংশ ভোট পড়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল টুইট করে রাজ্যবাসীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন – নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।”
বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন – নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।
My appeal to the Maa-Mati-Manush of Bengal – Do exercise your democratic right to vote. Come out in large numbers and vote today.
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2021
আরেকদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকাল সকাল বাংলায় টুইট করে রাজ্যবাসীকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !”
পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !
— Narendra Modi (@narendramodi) April 6, 2021