বড়সড় সফলতা অর্জন করল সেনা, জম্মু কাশ্মীরে গ্রেফতার আল-বদরের চার জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার সকালে বড়সড় সফলতা অর্জন করল সেনা। অবন্তীপোরায় (awantipora) তল্লাশি অভিযান চলাকালীন আল-বদরের (Al-Badr) চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গ্রেফতার করার পর গোটা এলাকা সিল করে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে লুকিয়ে রাখা হাতিয়ার উদ্ধার করে সেনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি একে ৫৬ রাইফেল, একটি একে ৫৬ রাইফেলের ম্যাগাজিন আর ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরেকদিকে, গতকাল জম্মু কাশ্মীরের গান্দরবলে জঙ্গিরা সেনাকে নিশানা করে গ্রেনেড হামলা করে। এই হামলায় তিন জওয়ান আহত হন। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর সাথে সাথে জঙ্গিদের ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা।

জানিয়ে দিই, জঙ্গিরা CRPF এর ১১৫ তম ব্যাটেলিয়নকে নিশানা করে এই হামলা করে। হামলায় তিন জন জওয়ান আহত হয়েছে। স্বস্তির খবর হল, জওয়ানদের খুব একটা বেশি চোট লাগেনি। গান্দরবলের এসএসপি খলিল পোসবাল নিজেই জানান যে জওয়ানদের খুব কম চোট লেগেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর