শুক্রবার (১১ অক্টোবর) টেরর ফান্ডিং মামলায় ATS এবং স্থানীয় পুলিশ উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ভারতীয় ও নেপালি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার হওয়ার ব্যক্তিদের থেকে অনেক সেল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দু’জন বরেলি এবং দু’জন লখিমপুর খেড়ির টিকুনিয়া এলাকার। এই চার অভিযুক্তের বিষয়ে জানা গেছে যে তারা বিদেশ থেকে আসা অর্থ নেপালের ব্যাংকে পাঠিয়ে ভারতীয় মুদ্রায় রূপান্তর করত এবং খেরির রাস্তায় দেশ জুড়ে প্রেরণ করত। এই অর্থ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে ব্যবহৃত হত।
লখনউ পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিজিপি ওপি সিংহ ঘটনা সম্পর্কে জানান। উনি বলেন, ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিছু লোক নেপালের থেকে অবৈধভাবে অর্থ আনছিল পুলিশ খবর পেয়েছিল। ১০ অক্টোবর নেপাল থেকে বিপুল পরিমাণ অর্থ আনা হচ্ছে বলে পুলিশ সূচনা পেয়েছিল। এই তথ্যের ভিত্তিতে ATS ও স্থানীয় পুলিশের যৌথ দল উম্মেদ আলী, সমীর সালমানী এবং এজাজ আলীকে গ্রেপ্তার করেছে।
ডিজিপি বলেছে যে জিজ্ঞাসাবাদের সময় এই চারজন জানিয়েছেন যে তারা মমতাজ, সিরাজুদ্দিন এবং সাদাকাত আলীর নির্দেশে এই কাজ করত। এই কাজটি করার জন্য, সেখানে একটি পরিকল্পনা ছিল, যার অনুসারে এই চার অভিযুক্ত নেপালে বৈদেশিক মুদ্রা জমা করতেন এবং তারপরে যে কোনও অ্যাকাউন্টধারীর কাছ থেকে সেই অর্থ ভারতে নিয়ে আসতেন। নেপালি মুদ্রা ভারতে এনে ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করা হত। অভিযুক্তরা এই কাজের জন্য ৬% কমিশন পেত।