নগদ ৫ লক্ষ টাকা! দুর্গারত্ন পুরস্কার ঘোষণা রাজ্যপালের, কারা পেল? তালিকায় বিরাট চমক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শারদোৎসব মানেই মিলনোৎসব। বাঙালির দুর্গাপুজো এখন শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। গোটা বছর ধরে পুজোর চার-পাঁচটা দিনের অপেক্ষায় থাকে বাঙালি। সমস্ত দুঃখ-কষ্ট ঝেড়ে ফেলে হই হই করে কাটান সকলে। খাওয়া-দাওয়া, আড্ডা, ঘুরু-ঘুরু সবটাই চুটিয়ে হয়।

প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, ভাবনা, থিম এই সবের উপর ভিত্তি করে বহু পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে। এ বার দুর্গাপুজোর জন্য দেওয়া পুরস্কার গুলির মধ্যে অন্যতম সেরা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরষ্কার (Durga Ratna Award 2023)। কোন পুজো কমিটি এই পুরস্কার পাবে সেই দিকেই নজর ছিল সকলের।

এরই মধ্যে দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল বোস। মহানগরী কলকাতা ও জেলা মিলিয়ে মানুষের বিচারে সেরা ৪ পুজো কমিটিকে বেছে নিয়েছে রাজভবন। দুর্গা প্যান্ডেলের নিরিখে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সাধারণ মানুষের মতামতের বিচারেই ৪ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেরার সেরা পুজোর তকমা। রাজভবনের মনোনীত ইমেলের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন জনসাধারণ। তার উপর ভিত্তি করেই চার চারটি ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। এই বছর পুরষ্কারটি স্পনসর করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়! চাকরিপ্রার্থীদের কাণ্ড দেখে অবাক সরকারি কর্তারা

কোন কোন পুজো কমিটি জিতল পুরুস্কার?
১) টালা প্রত্যয়
২) নেতাজি কলোনি লো-ল্যান্ড
৩) বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব
৪) কল্যাণী লুমিনাস ক্লাব

durga ratna

বিজয়ী চার ক্লাবের হাতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। যা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। চার সেরা ক্লাব প্রত্যেকে একটি করে সম্মাননা পত্র ও একটি ফলকও পাবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X