বাংলাহান্ট ডেস্কঃ মোবাইল (mobile) যে এই মুহুর্তে কতখানি জরুরি সেটা আবালবৃদ্ধবনিতা সকলেই জানে। লকডাউনে মানুষের সময় কাটছে মোবাইলেই। হয়তো আপনি এই মুহুর্তে আপনার মোবাইলে আমাদের খবর পড়ছেন। ভেবে দেখুন আপনাকে যদি মোবাইল ছাড়া হতে হয় কেমন অসুবিধার মধ্যে পড়বেন। ঠিক তেমনই অসুবিধার মধ্যে পড়তে চলেছে দেশের চার কোটি মানুষ৷ ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ)এর রিপোর্টে জানানো হয়েছে এমনটাই।
২৪ মার্চ থেকে সারা দেশে লকডাউন চলছে। ঠিক কবে লকডাউন তুলে নেওয়া হবে এক্ষুনি বলা যাচ্ছে না। ইতিমধ্যেই ৫ সপ্তাহ মানুষ গৃহবন্দী। এই সময়ে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির উপরে ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের পরিধি একটু একটু করে বাড়ানো হলেও তাতে এখনও যুক্ত হয়নি মোবাইল । ফলে আপনার প্রাণপ্রিয় মোবাইলটি যদি এই সময় অক্কা পায়, তবে আপনি বাকি ৪ কোটি লোকেদের মত নিশ্চিতভাবেই মোবাইলহীন হবেন।
টেলিকম, ইন্টারনেট, ব্রডকাস্ট এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্র যুক্ত হলেও মোবাইল ডিভাইস বিক্রির ছাড় মেলেনি। যার ফলে প্রতিদিনই সমস্যা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতে প্রতি মাসে আড়াই কোটি নতুন মোবাইল বিক্রি হয়, যার ০.২৫ শতাংশ ক্রেতা মোবাইল ফোন ভেঙে যাওয়া বা খারাপ হওয়ার জন্য নতুন সেট কেনেন। সেই হিসেবেই ৪ কোটি মানুষ মোবাইল হীন হবে আশঙ্কা করা হচ্ছে।
আইসিইএ ইতিমধ্যেই এই ক্ষেত্রকে নিত্যপ্রয়োজনী তালিকায় আনার জন্য কেন্দ্রের কাছে একাধিকবার দরবার করেছে বলে জানা যাচ্ছে। এমনকী প্রধানমন্ত্রীর কাছেও এনিয়ে চিঠি পাঠানো হয়েছে। হাতে মোবাইল ফোনা না থাকায় অনেকেই এর পরে মহাসমস্যায় পড়বে বলস মনে করা হচ্ছে।