দেশের এই ধুঁকতে থাকা আর্থিক অবস্থায় এই বছরের আর্থিক বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে বিশেষ নজর ছিল সরকারি কর্মচারীদের উপর। মনে করা হয়েছিল, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কিছু বিশেষ ঘোষণা থাকতে পারে। তবে শেষ অবধি সেরম কোন ঘোষণাই করা হয়নি বাজেটে। এই নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন দেশের সরকারী কর্মচারীদের একাংশ। তবে তাদের কথা চিন্তা করে এবারে ভারত সরকার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে চলেছে।
জানা যাচ্ছে, ন্যুনতম ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে সরকারি কর্মচারীদের জন্য। সে সিদ্ধান্ত নেওয়া হলে, সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ্য ভাতার পরিমান ১৭ % থেকে বেড়ে এক লাফে ২১% হয়ে যাবে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। সাধারনত বছরে ২ বার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী, নতুন বছর ;অর্থাৎ ২০২০ সালের প্রথম ডিএ ঘোষণা আর কিছুদিনের মধ্যেই করতে চলেছে ভারত সরকারের অর্থমন্ত্রক।
প্রসঙ্গত, গত বছর ;দীপাবলির উপহার হিসাবে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৫ শতাংশ বাড়িয়েছিল ভারত সরকার। যার ফলে সরকারি কর্মীদের ডিএ-র পরিমান বেড়ে ১৭% হয়। এবার আবার এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণায় উপকৃত হতে চলেছেন সরকারি কর্মীরা।
পাশাপাশি ৬৫ লক্ষ পেনশনভোগীরাও উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভারত সরকারের খরচ হয় বছরে ১৬ হাজার কোটি টাকা। এবার বাজেটে ন্যুনতম ৪% ডিএ ঘোষণা করতে চলেছে ভারত সরকার। যার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ২১%।