জাতীয় স্তরে বাংলার জয়জয়কার! পুরস্কৃত হল রাজ্যের এই ৪ পরিষেবা, খুশিতে আত্মহারা মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ফের বাংলার মুকুটে জুড়লো নয়া পালক। সর্বভারতীয় স্তরে সমাদৃত রাজ্যের ই-গভর্ন্যান্স পরিষেবা (E Governance Initiative’s)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নিজে বিষয়টি জানিয়ে ট্যুইট করেছেন। কমপিউটার সোসাইটি অব ইন্ডিয়ার তরফে রাজ্য সরকারকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার খবর মিলতেই মুখ্যমন্ত্রী ট্যুইট করে ওই চারটি ই-পরিষেবার কথা জানিয়েছেন। এদিন তৃণমূল সুপ্রিমো লেখেন, রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চালু করা হয় অভিযোগ পেয়ে সমাধানের পরিষেবা। যার মাধ্যমে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু সংখ্যক মানুষ। এই পরিষেবার জন্যই এক্সেলেন্স পুরস্কার পেয়েছে রাজ্য।

এছাড়াও রাজ্যের আরও তিনটি ই-গভর্ন্যান্স পরিষেবা সর্বভারতীয় সেরার শিরোপা অর্জন করেছে। যার মধ্যে রয়েছে, মাইনর মিনারেল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ রাজ্যে জলের সমস্যা মেটাতে সফল হয়েছে প্রশাসন। সাথে রয়েছে খাদ্যসাথী অনলাইন পরিষেবা এবং ইন্ট্রিগ্রেটেড কোভিড ম্য়ানেজমেন্ট সিস্টেম। যার মানে গিয়ে দাঁড়াচ্ছে করোনা মোকাবিলায় রাজ্য যে পদক্ষেপ নিয়েছে তাও সমাদৃত হয়েছে জাতীয় স্তরে।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও সর্বভারতীয় স্তরে রাজ্যের একাধিক প্রকল্প নজরকাড়া সাফল্য অর্জন করেছে। তার মধ্যে অবশ্যই বলতে হয় মমতা সরকারের কন্যাশ্রী প্রকল্প। যার সাফল্যের গুনগান দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছে। দেশের অন্যান্য রাজ্যকে হারিয়ে জাতীয়স্তরে সাফল্যের জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার, ‘উৎকর্ষ বাংলা’, ‘সবুজ সাথী’র মতো প্রকল্প।

মঙ্গলবার এই সমস্ত পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কেন্দ্রের দিক থেকে একাধিক বঞ্চনার অভিযোগের মধ্যেই সর্বভারতীয় স্তরে সেরার সম্মান জিতে নজর কাড়লো বাংলা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর