বাংলা হান্ট ডেস্ক: চার ভারতীয় বংশোদ্ভূত তথ্য-প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে কর্মক্ষেত্রের প্রতিযোগিতার টেক্কা দিতে এইচ ওয়ান বি ভিসা প্রকল্পকে অব্যবহার করার অভিযোগ উঠল। অভিযুক্তরা আপাতত জামিন পেলেও দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল ও আড়াই লক্ষ ডলার জরিমানা হতে পারে।
বিচার বিভাগ জানিয়েছে, ২৯ বছরের বিজয় মানে, ৫২ বছরের সতীশ বেমুরি, ৪৭ বছরের ভেঙ্কটরমন মন্নম, ও ৫৩ বছরের ফার্নান্ডো সিলভার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আনা হয়েছে।