১ ম্যাচে ৪ বিশ্বরেকর্ড! দেখে নিন ভারতীয় দলের কোন কোন ক্রিকেটার গড়েছেন ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) এখনও অবধি ভারতকে সবচেয়ে বিপদের মুখে ফেলেছে নিউজিল্যান্ড। বাকি দলগুলি ভারতের সামনে এখনো অবধি কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিন্তু নিউজিল্যান্ড বনাম ভারত (India vs New Zealand) ম্যাচে বেশ কিছুটা সময় ভারতীয় দল (Indian Cricket Team) ব্যাকফুটে থাকতে বাধ্য হয়েছিল। যদিও শেষ পর্যন্ত একটু লড়াই করতে হলেও জয় পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। তার এবং শুভমান গিলের (Shubman Gill) পার্টনারশিপ ভেঙে নিউজিল্যান্ড ম্যাচে ফিরেছিল। কিন্তু প্রথম ইনিংসে মহম্মদ শামির (Md Shami) দুর্দান্ত বোলিং এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির (Virat Kohli) অসাধারণ ব্যাটিং ২০ বছর পর কোনও আইসিসি ইভেন্ট ভারতের জয়টা নিশ্চিত করে দেয়। একাধিক ভারতীয় ক্রিকেটার কোনো না কোনো ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন। এই প্রতিবেদনে আমরা সেই মাইল ফলকগুলোর দিকেই নজর রাখবো।

rohit ds

◆ রোহিত শর্মা: অস্ট্রেলিয়া ম্যাচে ব্যর্থ হলেও তারপর থেকে প্রতি ম্যাচে ভারতকে ঝোড়ো একটা স্টার্ট দিয়ে যাচ্ছেন তিনি। ফলে পরের দিকের ব্যাটারদের পক্ষে কাজটা সহজ হয়ে যাচ্ছে। গতকাল তিনি প্রথম ভারতীয় ক্রিকেটের হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫০ ছক্কা মারার রেকর্ড করতে পেরেছেন।

kohli viveing

◆ বিরাট কোহলি: শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। তা বাদে প্রত্যেক ম্যাচে তিনি পঞ্চাশ রানের গণ্ডি টপকে যাচ্ছেন। গতকাল তিনি সচিন টেন্ডুলকারের রেকর্ড ওডিআই শতরান সংখ্যা ছুঁয়ে ফেলার অত্যন্ত কাছাকাছি এসেও শেষপর্যন্ত ৯৫ রানে আউট হয়েছেন। তবে বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি আয়োজিত সীমিত ওভারের টুর্নামেন্ট গুলি মিলিয়ে ৩,০০০ রানের গণ্ডি টপকানো তারকা হয়ে গিয়েছেন তিনি।

shami 5×2

◆ মহম্মদ শামি: যোগ্য হওয়া সত্ত্বেও তিনি হচ্ছিলেন বঞ্চনার শিকার। কাল একপ্রকার বাধ্য হয়েই তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সুযোগ পেয়েই বল হাতে ঝড় তোলেন তিনি। ১০ ওভারে ৫৪ রান দিয়ে নিয়ে নেন ৫ টি উইকেট। এই মুহূর্তে বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ৩৬। ৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে আর কোনও ক্রিকেটার মাত্র ১২ ম্যাচ খেলে এতগুলি উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেননি।

gill 2000

◆ শুভমান গিল: গতকাল ওডিআই ফরম্যাটে ২,০০০ রানের গন্ডি ছুঁয়েছেন তিনি। এর আগে ওডিআই ফরম্যাট এর দ্রুততম এই কাজটা করার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ওপেনার হাশিম আমলার নামের পাশে। তিনি ৪০ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। ভ্রমণ গেল তার রেকর্ড ভেঙ্গে দেন মাত্র ৩৮ ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়ে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর