বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে ভারতীয় দল সবসময়ই টেস্ট ফরম্যাটে বেশ কিছু তারকা ওপেনারের জন্ম দিয়েছে। সুনীল গাভাস্কার থেকে শুরু করে বীরেন্দ্র সেওবাগ, এই জাতীয় ভারতীয় ওপেনেররা সমৃদ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। কিন্তু ভারতীয় ক্রিকেটে এমন বেশ কিছু ওপেনার রয়েছেন যারা একেবারেই গাভাস্কার কিংবা সেওবাগের সুনাম বজায় রাখতে পারেননি। কেরিয়ারের একটি পর্যায়ে এক ক্যালেন্ডার পড়ছে তাদের গড় লজ্জায় ফেলে দেবে যে কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমীকে। এমন চার জন ওপেনারের কথা এখানে তুলে ধরা হলো।
● ওয়াসিম জাফর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর এই তালিকায় আছেন। মুম্বাইকর এই ক্রিকেটারের ২০০৮ সালে ব্যাটিং গড় ছিল ১৭.৩৩। এরপর ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও জাফর সেই বছরের পর থেকে জাফর আর ভারতীয় দলে সুযোগ পাননি।
● লোকেশ রাহুল: বর্তমান ভারতীয় সহ-অধিনায়ক লোকেশ রাহুল ২০২২ সালে বৃহত্তম ফরম্যাটে অত্যন্ত বাজে ফর্মে ছিলেন। এই বছর মূল অধিনায়কের অনুপস্থিতিতে বেশ কয়েকটি টেস্টে অধিনায়কত্ব করা তারকার ব্যাটিং গড় ১৭.১২।
● মায়াঙ্ক আগরওয়াল: লোকেশ রাহুলের পরেই এই তালিকায় আছেন তার কর্ণাটক দলের সতীর্থ মায়াঙ্ক আগরওয়াল। ২০২০ সালে টেস্ট ক্রিকেটে জঘন্য পারফরম্যান্স করেছিলেন তিনি। ভারতের হয়ে ইনিংস ওপেন করা আগরওয়ালের সেই সময় ব্যাটিং গড় ছিল মাত্র ১৬.৬২। এরপর টেস্ট দল থেকে জায়গা হারান তিনি।
● আকাশ চোপড়া: এই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার। বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার এবং বিশ্লেষক আকাশ চোপড়া এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয় ওপেনারের সবচেয়ে খারাপ ব্যাটিং গড়। ২০০৪ সালে, আকাশ চোপড়ার ব্যাটিং গড় ছিল ১২.৫৫। অচিরেই ভারতীয় দলে জায়গা হারিয়েছিলেন তিনি।