বাংলাহান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ক্যালিফোর্নিয়া (California ) থেকে অপহরণ করা হল ৮ মাসের এক শিশুকে। ৮ মাসের শিশুর পাশাপাশি আরও ৩ জনকে ক্যালিফোর্নিয়া থেকে অপহরণ করা হয় বলে জানা যাচ্ছে। সোমবার অপহরণের এই ঘটনা থেকে চাঞ্চল্য ছড়ায়।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার জসদীপ সিং, জ্যাসলিন কউর, আমনদীপ সিং এবং ৮ মাসের আরোহী সিংকে অপহরণ করা হয় বলে জানা যাচ্ছে। সশস্ত্র কোনও দুষ্কৃতী ক্যালিফার্নিয়া থেকে ওই ৪ জনকে অপহরণ করে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনও তথ্য মেলেনি। ক্যালিফোর্নিয়ার কোনও এক রেস্তারাঁ থেকেই ওই ৪ জনকে অপহরণ করা হয় বলে খবর।
মার্সেড কাউন্টি শেরিফের অফিস সোমবার এক বিবৃতিতে বলেছে যে ৩৬ বছর বয়সী জসদীপ সিং, ২৭ বছর বয়সী জসলিন কৌর, তাদের ৮ মাস বয়সী শিশু অরুহি ধেরি এবং ৩৯ বছর বয়সী আমনদীপ সিংকে নিয়ে যাওয়া হয়েছে, এবিসি জানিয়েছে। ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য এখনও জানা যায় নি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে খবর।
শেরিফের অফিসের পক্ষ থেকে সোমবার সংবাদ মাধ্যমকে জানানো হয়, ‘আমরা জনসাধারণকে অনুরোধ করছি কোনও রকম সন্দেহভাজন ব্যক্তি দেখা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ প্রশাসনের অনুরোধ সন্দেহভাজন কাউকে দেখা গেলে ৯১১ নম্বরে ফোন তাদেরকে যেন সব জানানো হয়।
তবে এই প্রথম নয়। এর আগে, ২০১৯ সালে, একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ, তুষার আত্রেকে তার বান্ধবীর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানির মালিককেও তার ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করার অভিযোগ আসে।