মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা! মর্মান্তিক পরিণতি ৪ হতভাগা পড়ুয়ার

বাংলাহান্ট ডেস্ক: বহু পড়ুয়ার কাছেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) হল জীবনের প্রথম বড় পরীক্ষা। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক। কিন্তু এই পরীক্ষা দিতে বেরিয়েই বিপদে পড়ল ৪জন স্কুলপড়ুয়া। মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা ভূগোলের দিনই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। অটোয় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ৪ জন। কিন্তু অটো উল্টে গুরুতর আহত হল তারা। ফলে পরীক্ষা কেন্দ্রের বদলে তাদের ঠাঁই হল হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জিরানগাছা ব্রিজের কাছে। আহত পড়ুয়ারা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তখনই জিরানগাছা ব্রিজের কাছে অটোটি উল্টে যায়। আহতরা প্রত্যেকেই ভাঙড় হাই মাদ্রাসার পড়ুয়া বলে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় জিরানগাছা ব্রিজের কাছে হঠাতই একটি শিশু রাস্তার মাঝে চলে আসে।

auto accident

তাকে বাঁচাতে গিয়েই অটো চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে একাধিকবার পাল্টি খায় অটোটি। এই ঘটনায় গুরুতর আহত হন অটো চালক, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। দুর্ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করেন। তাঁদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে। চিকিৎসকরাও দ্রুত চিকিৎসা শুরু করেন আহতদের।

এই মুহূর্তে প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে তাঁদের কয়েকজনকে অন্যত্র রেফার করা হতে পারে। তবে যে সব ছাত্রছাত্রী তুলনামূলকভাবে সুস্থ আছে, তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। হাসপাতাল থেকেই পরীক্ষায় বসবে তারা। এমনই জানানো হয়েছে প্রশাসনের তরফে। 

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা। এ বছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষা দিচ্ছেন। যা গত বছরের তুলনায় অনেকটাই কম। গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। জানা গিয়েছে, এ বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বয়সসীমা বেঁধে ভর্তি করার জন্যই এ বছর কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। 


Subhraroop

সম্পর্কিত খবর