নেতানিয়াহু ইজরায়েলের ক্ষমতায় আসার পরই গাজা থেকে ছোড়া হল ৪টি মিসাইল, তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি

বাংলাহান্ট ডেস্ক : বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) আবারও ক্ষমতায় বসেছেন ইজরায়েলের (Israel)। আর তার পরই বড় ধরনের নাশকতামূলক হামলা চলল ইজরায়েল কয়েকটি শহরে। জানা যাচ্ছে, গাজা এলাকা (Gaza Strip) থেকে ৪টি মিসাইল ছোড়া হয় ইজরায়েলের শহর লক্ষ্য করে। যার মধ্যে একটি রকেট ইজরায়েলের আয়রন ডোম বায়ু সুরক্ষা সিস্টেমের সাহায্যে থামিয়ে দেওয়া হয়। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, আয়রন ডোম বায়ু সুরক্ষার বিষয়ে সন্দেহ থাকলেও পরে ইজরায়েলের নিরাপত্তা বাহিনী এই বিষয়ে নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় গাজার পাশের তিনটি শহর কিসুফিম, এন হাশলোশা এবং নিরীমে ইজরায়েলের রকেট সাইরেন সতর্ক করে বলে দেয় গাজা পট্টি থেকে একটি রকেট ছোড়া হয়েছে। তবে ইজরায়েলের সংবাদমাধ্যম জানায় এই রকেট হামলায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। প্রথম রকেট ছোড়ার প্রায় এক ঘন্টা পরে অর্থাৎ রাত ১০টা নাগাদ দক্ষিণ ইজরায়েলে গাজা পট্টি থেকে আরও ৩টি রকেট ছোড়া হয়। কিন্তু লক্ষ্য বস্তুকে নিশানা করার আগে গাজা এলাকাতেই ওই ৩টি রকেটই পড়ে যায় বলে দাবি করছে ইজরায়েলের সেনা।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার আগে, পশ্চিম ইজরায়েল সীমান্তে জেনিন শহরে একটি সেনা অভিযান চালায় ইজরায়েল। এই অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জেহাদের সদস্য ফারুক সলামেহকে হত্যা করা হয়। এই ফারুখ এক অভিজ্ঞ পুলিস কমান্ডোকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। শুধু তাই নয়, সে আগামী দিনের নাশকতামূলক ছক তৈরির পরিকল্পনাও করছিল বলে জানা যাচ্ছে।

ইজরায়েলে নেতানিয়াহু পুনর্নিবাচিত হওয়ার পরই এই রকেট হামলা চালানো হল। ইজরায়েলের সংবাদমাধ্যম দাবি করছে নেতানিয়াহুর জয়ে দেশে ভবিষ্যৎ সুরক্ষিত হল। নেতানিয়াহু নিজেও তাঁর ভাষণে বলেন, ‘আমরা বিরাট বড় জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি।’ জানা যাচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের লাপিদও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ইয়ের লাপিদ বলেন, ‘ইজরায়েল দেশের স্বার্থ রাজনীতির উর্দ্ধে। আমি সমগ্র ইজরায়েলের তরফ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুকে শুভেচ্ছা জানাতে চাই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর