বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আনন্দে বর্তমানে মেতে উঠছে গোটা দেশ। আলোর উৎসবের আবহেই এবার বড় সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। সম্প্রতি ৪% হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় সুখবর দিল সরকার।
এবার কত শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ডিএ (DA) বৃদ্ধির সুখবর দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। আলোর উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, ‘দীপাবলির আবহে সরকারি কর্মীদের জন্য আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার। এবার ৪% হারে ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে সকল সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে মোট ৬.৫ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন’।
সংশ্লিষ্ট রাজ্য সরকার গত ১ ডিসেম্বর থেকে নয়া হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) কার্যকর করেছিল। এরপর ফের দীপাবলির আবহে ডিএ বাড়ানোর সুখবর দেওয়া হল। পাঞ্জাব সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নগদে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘ওদের মধ্যেই হয়তো অপরাধী লুকিয়ে…’! তিলোত্তমার মায়ের সন্দেহের তালিকায় এবার কারা?
এর আগে পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মীরা ৩৮% হারে ডিএ পাচ্ছিলেন। দীপাবলির আবহে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। ফলে এবার থেকে পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ৪২% হারে ডিএ পাবেন। উৎসবের আবহে রাজ্য সরকারের (Government of Punjab) এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে সেই রাজ্যের অগুনতি সরকারি কর্মী এবং পেনশনভোগীদের।
এদিকে শুধু পাঞ্জাব সরকারই নয়, বিগত কয়েকদিনে এদেশের একাধিক রাজ্যের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে সেই রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৫০% থেকে বাড়িয়ে ৫৩% করার কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গেই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকারও তাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে।