বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। এবার চাপের মুখে পড়ে রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করা হল। দিওয়ালির ঠিক আগে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইসঙ্গে বকেয়া ডিএ নিয়েও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
ডিএ (Dearness Allowance) নিয়ে কী কী ঘোষণা করা হল?
সোমবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ (DA) বাড়ানো হবে। যার ফলে এবার থেকে তাঁরা সপ্তম বেতন কমিশনের অধীন ৫০% হারে মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই নয়া হারে ডিএ প্রদান করা হবে।
ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবর্ষেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গতবছর জুলাই মাস থেকে ৪৬ % হারে মহার্ঘ ভাতা দেওয়া শুরু হয়েছিল। সেই সময়ও বকেয়া ডিএ মিটিয়ে দিয়েছিল রাজ্য, এবারও তেমনটাই হবে।
আরও পড়ুনঃ ‘শেষ দেখে ছাড়তে হবে’! আচমকাই উধাও তিলোত্তমার প্রতীকী মূর্তি! বিরাট পদক্ষেপ বামেদের
দিওয়ালির প্রাক্কালে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক এখনও রয়েই গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন ৫০% হারে। অর্থাৎ ৩ শতাংশের ফারাক এখনও রয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের কথা বলা হলে, এই রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ট বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে। ৩৬ শতাংশ থেকে বেড়ে তা এখন হয়েছে ৩৯ শতাংশ।