KKR ছেঁটে ফেলার পরেই IPL-এ অন্য দলে গিয়ে বাঘের বাচ্চা হয়ে গিয়েছেন এই ৪ তারকা  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স (KKR) ভক্তরা নিজেদের দলের সম্পর্কে একটি কথা প্রায়শই বলে থাকেন। তাদের বিশ্বাস একটা সময়ের পর থেকে দল হিসেবে কেকেআর আর তারকা ক্রিকেটারদের পেছনে ছোটে না, তারা তুলনামূলক কম বিখ্যাত ক্রিকেটারদের তারকায় পরিণত করে। আজ আমাদের প্রতিবেদনে আলোচনা করা হবে সেই ৪ তারকা সম্পর্কে যারা কেকেআর ছেড়ে অন্য দলে আসার পর তাদের সাফল্যের হার বেড়ে গিয়েছে।

surya

   

● সূর্যকুমার যাদব: কেকেআরের হয়ে একসময় ভালোই নজর কেড়েছিলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০°। তবে তিনি নিজের আসল ছন্দ খুঁজে পেয়েছেন ২০১৮ সালে কেকেআর তাকে ছেড়ে দেওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। এই মুহূর্তে টি-টোয়েন্টিতে তিনি বিশ্ব ক্রিকেটের সেরা তারকা।

gill gt

● শুভমান গিল: তাকে কেন কেকেআর ছেঁটে ফেলেছিল সেই নিয়ে আজও কোনও ব্যাখ্যা খুঁজে পান না কেকেআর ভক্তরা। ২০২২ সাল থেকে তিনি গুজরাট টাইটান্স দলের অংশ। তাদের হয়ে আইপিএলও জিতে ফেলেছেন। এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে তিনি দেশের সেরা তরুন তারকা।

Sanju samson 1

● সঞ্জু স্যামসন: কেকেআরের জার্সি গায়ে চাপিয়ে আইপিএল জিতেছেন তিনি। ২০১২ সালের আইপিএল যদি কেকেআর স্কোয়াডের অংশ ছিলেন সঞ্জু। যদিও কোনওদিনও মাঠে নামার সুযোগ পাননি তিনি। এরপর তিনি রাজস্থান রয়্যালসে চলে যান এবং সেখানে অধিনায়ক ও ক্রিকেটের হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ বারবার দিয়েছেন তিনি।

chawla mi

● পীযুষ চাওলা: কলকাতা নাইট রাইডার্স দলে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গৌতম গম্ভীরের নেতৃত্বর সময়। কিন্তু পরবর্তীকালে টিম ম্যানেজমেন্ট এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিলেন না তিনি। কিন্তু বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে একজন ম্যাচ উইনার হয়ে উঠেছেন চলতি মরশুমে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর