ওপেন করতে নেমে ৪০ সেঞ্চুরি! কেবলমাত্র এই ৪ ওপেনারই পেরেছেন, তালিকায় ১ ভারতীয়

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে সফল হওয়া কতটা কঠিন, সেটা সকলেই জানেন। বিশ্বের নামজাদা সমস্ত ওপেনার অত্যন্ত পরিশ্রম করে ও ঝুঁকি নিয়ে তারপর বড় মঞ্চে সফল হয়েছেন। এই জায়গায় সফল হওয়ার কোনও নির্দিষ্ট চাবিকাঠি নেই। এক একজন তারকা ওপেনার এক এক মন্ত্রে সাফল্য অর্জন করেছেন। সুনীল গাভাস্কার, গ্রেম স্মিথরা যেমন ধৈর্য্য এবং সংযমের নীতি অবলম্বন করে সফল হয়েছিলেন, তেমনই ম্যাথু হেডেন, বীরেন্দ্র সেওবাগরা সফল হয়েছেন আগ্রাসনের রাস্তায় হেঁটে।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো এমন চার ওপেনারের কথা যারা নিজেদের ওপেনার হিসাবে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। এই চারজনের মধ্যে দুটি বিষয় একইরকম। প্রথমত, তারা প্রত্যেকেই ওপেনার হিসাবে অত্যন্ত আগ্রাসী। দ্বিতীয়ত ক্রিকেটের ইতিহাসে তারা চারজনই শুধুমাত্র ওপেনার হিসাবে কেরিয়ারে ৪০ বা তার বেশি শতরান করেছেন।

sanath jaysurya

৪. সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা): ৪০-এর বেশি শতরান করা ওপেনারদের তালিকায় ৪ নম্বরে আসে শ্রীলঙ্কান কিংবদন্তির নাম। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিশেষ পরিচিত ছিলেন এই বাঁ-হাতি লঙ্কান ব্যাটার। ওপেনার হিসাবে কেরিয়ারে ৪১টি আন্তর্জাতিক শতরান করেছেন তিনি।

 

maxresdefault 106

৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ইউনিভার্সাল বসকে কে না চেনে। তিনি একমাত্র ওপেনার যার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান, ওডিআইতে দ্বিশতরান এবং টেস্ট ফরম্যাটে ত্রিশতরান করার কীর্তি রয়েছে। জাতীয় দলের হয়ে ৩টি ফরম্যাটেই ওপেন করে মোট ৪২টি শতরান করেছেন তিনি।

২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): আগ্রাসী এই অজি ওপেনার বিশ্বের দ্বিতীয় এমন ক্রিকেটার যিনি নিজের শততম টেস্ট ও শততম ওডিআই দুটি ম্যাচেই শতরানের মুখ দেখেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে ৩টি ফরম্যাটেই ওপেনার হিসাবে মোট ৪৫টি শতরান রয়েছে তার ঝুলিতে।

sachin 10

১. সচিন টেন্ডুলকার (ভারত): ক্রিকেট ঈশ্বরকে ছাড়া এই তালিকা অসম্পূর্ণ! মূলত ওডিআই ফরম্যাটেই ওপেনার হিসাবে খেলেছেন সচিন। তার ১০০টি আন্তর্জাতিক শতরানের মধ্যে ৪৫টি-ই করেছেন একজন ওপেনিং ব্যাটার হিসাবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর