শুধু বনিই নন, ইডির নজরে টলিউডের চার অভিনেত্রী! কারা তারা? নাম নিয়ে শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার বিনোদন যোগ! শিক্ষক কেলেঙ্কারি মামলায় এই প্রথমবার জনপ্রিয় টলি অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ED)। সূত্রের খবর, অভিনেতাকে তলব করা হয়েছিল আগামীকাল অর্থাৎ শুক্রবার। তবে তলবের একদিন আগেই ইডি দফতরে হাজির বনি। চলছে টানা জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত হুগলীর তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক খুঁজে পেয়েছে ইডি। সেই কারণেই এই জিজ্ঞাসাবাদ। খবর প্রকাশ্যে আসা মাত্রই এই নিয়ে শুরু জোর চর্চা। তবে শুধু অভিনেতাই নন, জানা গিয়েছে ইডির আতসকাচের নীচে রয়েছেন টলিউডের (Tollywood) চার অভিনেত্রী (Actress)। যাদের সম্পর্কে মরিয়া খোঁজ চালাচ্ছে ইডি।

জানা গিয়েছে, চার অভিনেত্রীর বিষয়ে তথ্য প্রমান জোগাড় করছে ইডি। সঠিক সময় এলেই নোটিশ পাঠিয়ে তাদের তলব করা হবে। প্রসঙ্গত, যুবনেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য উড়ে আসছে ইডির হাতে। নাম জড়িয়েছে মডেল, বিউটিসিয়ান থেকে শুরু করে এবার অভিনেতার।

উল্লেখ্য, কিছুদিন আগেই কুন্তলের আর্থিক লেনদেনের সূত্র ধরে নাম উঠে এসেছে পার্লারের মালকিন সোমা চক্রবর্তীরও। ইডি সূত্রে খবর, তাকে ফের শুক্রবার তলব করেছে ইডি। অন্যদিকে, এই কুন্তলের মুখেই উঠে এসেছে, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তার কাছ থেকেও দুর্নীতি বিষয়ে তথ্য পেতে চায় তদন্তকারীরা।

জানিয়ে রাখি, একুশের বিধানসভা নির্বাচনের আগে অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দেন বিজেপিতে। সেই সময় বিজেপির হয়ে প্রচারেও নামেন তিনি। পরে ২০২২ সালে বিজেপি ত্যাগ করেন। সেই সময় তিনি টুইট করে জানান, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারেনি। অন্যদিকে, এদিন বনিকে তলবের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, বিজেপি ছাড়ার কারণেই এই তলব। অন্যদিকে, বিজেপির দাবি দল ছাড়ার পর থেকে অভিনেতার সঙ্গে তাদের কোনো যোগ নেই।

ed

অন্যদিকে, দিন কয়েক ধরেই নিয়োগ দুর্নীতিতে ভেসে আসছে রহস্যময়ী অভিনেত্রীর নাম। সূত্রের কেলেঙ্কারিতে নাম জড়িয়ে রয়েছে বেশ কিছু অভিনেত্রীরও। টলিউডের যে চার অভিনেত্রী নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন তাদের নাম এখনও সামনে আনেনি ইডি। তবে সূত্রের খবর, এদের মধ্যে একজন টালিগঞ্জের প্রথমসারির নায়িকা। অন্য এক অভিনেত্রী কুন্তলের সংস্থার তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। আরেকজন রাজনীতির সঙ্গেও যুক্ত। এবার এই অভিনেত্রীদের পরিচয় নিয়ে শোরগোল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X