চার বলে চার উইকেট, ইতিহাস তৈরী করলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার

বাংলার হান্ট নিউজ ডেস্ক: হ্যাটট্রিক করা ব্যাপারটা আজকের দিনে বিশেষ কিছু নয়। তবে পরপর ৪ বলে ৪ উইকেট নেওয়া বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। কিন্তু ঠিক এটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। সেই ম্যাচে টানা চার বলে চার উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে সিরিজ দখল করেছে। জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই অলরাউন্ডার ২.৫ ওভারে হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

west indies t20i

তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন হোল্ডার। শুধু তাই নয়, বিশ্বের চতুর্থ বোলার হিসেবে চার বলে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

তার আগে মোট ৩ জন বোলার এমন কীর্তি গড়ে দেখিয়েছেন। প্রথমজন হলেন লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে টি টোয়েন্টি ম্যাচে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম এবং রস টেইলর-কে ফিরিয়েছিলেন পরপর চার বলে। এছাড়া রশিদ খান-ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আইরিশ বোলার কুর্তিস ক্যাম্পহার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই কীর্তি করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর