৪০ কোটি টাকার মামলায় বড়োসড়ো রায় ধোনির পক্ষে

Published On:

বাংলা hunt ডেস্ক : ২০০৯ থেকে ২০১৬, আম্প্রপালি গ্রুপের ব্রান্ড এ্যম্বাসডর ছিলেন মহেন্দ্র সিং ধোনি।এই সংস্থার কাছে তার পাওনা অর্থের পরিমান দাড়িয়েছে ইতিমধ্যে ৪০ কোটি টাকা।অথচ তা না দেওয়ায় বিষয়টি আদালতের নজরে এনেছিলেন মাহি।এইবার উচ্চ আদালতের তরফে সেই সংস্থার কর্মকর্তা দের জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত ধোনির বকেয়া মেটাতে।

প্রসঙ্গত,নয়ডার ” সেক্টর – ১০৪ ” , এখানকার একটি বাড়ির মালিক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।এইবার সেই বাড়িতেই হলো চুরি।জানা গেছে বাড়িটি জনৈক বিক্রম সিং নামের একজন কে ভাড়া দিয়েছিলেন মাহি।এবং ভাড়া নেওয়ার পর বাড়িতে কিছু ছোটোখাটো সংস্কার মূলক কাজ কর্ম শুরু করেছিলেন ওই ব‍্যক্তি ।

এবং সেই সূত্রেই সেই বাড়িতে একাধিক ব‍্যক্তির আনাগোনা শুরু হয় সংস্কারের সূত্রে।এবং তাদেরই একজন ধোনির বাড়ি থেকে সরিয়ে দেয় একটি এল ই ডি টিভি, বিষয়টি নজরে আসলে পুলিশে খবর দেওয়া হয়, পরবর্তী সময়ে পুলিশের জালে ধরা পড়ে চোর।

যদিও টিভি ছাড়া আর কিছু চুরি গেছে কি না তা এখনও জানা যায় নি।

সম্পর্কিত খবর

X