গ্রেফতার ৪ মাদক কারবারি ,উদ্ধার ৪০ কেজি গাঁজা

 

বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা

উড়িষ্যা থেকে মাদক কলকাতায় নিয়ে এসে আমতলায় বিক্রি করতে গিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিসের স্পেশাল অপারেশান গ্রুপ ও বিষ্ণুপুর থানার পুলিসের হাতে পাকড়াও উড়িষ্যার চার আন্ত রাজ্য মাদক কারবারি। ধৃতদের নাম রাজেন্দ্র রুইতা,বিশ্বজিৎ রুইতা,প্রমদ রুইতা,ইসরিল মণ্ডল। এরা সবাই উড়িষ্যার উদয়গিরি,গজপতি জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ কেজি গাঁজা যার আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। ধৃতদের সোমবার দুপুরে আলিপুর আদালতে তোলা হয়।

 

পুলিস জানায়,এরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল বিষ্ণুপুর ও দক্ষিন কলকাতা লাগোয়া এলাকায় পাচারের জন্য। এরা মুলত বিষ্ণুপুর সহ কলকাতার বিভিন্ন প্রান্তে গাঁজা স্লাপাই করে। নদিয়া ও মুর্শিদাবাদেও এরা স্লাপাই করে। প্রতিটি স্লাপাইয়ের জন্য সাত হাজার টাকা করে মজুরি মিলত।

IMG 20190826 WA0065 1

পুলিস জানায়, গোপন সুত্রে ডায়মন্ডহারবার জেলা পুলিসের স্পেশাল অপারেশান গ্রুপ ও বিষ্ণুপুর থানার পুলিসের কাছে খবর আসে উড়িষ্যা থেকে ডায়মন্ডহারবার রোড ১১৭ নম্বর জাতীয় সড়ক হয়ে গাঁজা নিয়ে আসা হচ্ছে আমতলায়। সেই মত পুলিসের টিম ধানকল এলাকায় পৌঁছে যায়। ঘাঁটি গেড়ে বসে। বড় নাইলনের বাজারের ব্যাগে করে গাঁজা আনা হচ্ছিল। ধানকলের কাছে মাদক কারবারিরা আসতেই হাতে নাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিস। আমতলায় তাদের কাস্টমার আসার কথা ছিল। ধৃতদের পুলিস হেফাজতে নিয়ে পুলিস অন্য দুষ্কৃতিদের সন্ধানে তল্লাশি চালাবে।

সম্পর্কিত খবর