বাংলা হান্ট ডেস্কঃ প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। সাধারণ মানুষ থেকে তারকা, সাইবার প্রতারণার শিকার হয়েছেন অনেকে। খুইয়েছেন নিজেদের টাকা। এবার যেমন এর খপ্পরে পড়ল আসানসোল পুরনিগম (Asansol Municipal Corporation)। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা।
সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের পুরনিগম কর্তৃপক্ষের (Asansol Municipal Corporation)
আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুরনিগমের অ্যাকাউন্ট রয়েছে। গত সোমবার সেই অ্যাকাউন্ট থেকেই ৪০ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। পরবর্তীতে ব্যাঙ্কের তরফ থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে খবর। বিষয়টি মেয়রের কানে আসতেই পুরনিগমের অর্থ বিভাগকে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।
এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, ‘আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে গায়েব হওয়া টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়েছে। এই টাকা সাইবার অপরাধীরাই উধাও করেছে’। ইতিমধ্যেই পুরনিগমের তরফ থেকে আসানসোল সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ পড়ুয়ারা নয়! অন্যের অ্যাকাউন্টে ট্যাব কেনার ১০,০০০ টাকা! তরুণের স্বপ্ন ঘিরে শোরগোল
পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, ব্যাঙ্কে মোবাইল নম্বর পরিবর্তনের একটি আবেদন জমা পড়েছিল। পুরনিগমের ভুয়ো লেটারপ্যাডে সেই আবেদন জমা পড়ে বলে দাবি করেন তিনি। এরপর সেই সূত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে ৪০ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। জানা যাচ্ছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে আসানসোল পুরনিগমকে এই বিষয়ে জানানোর পর তাঁরা টাকা উধাও হওয়ার কথা জানতে পারেন।
আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হওয়া প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন, মঙ্গলবার রাতে এই ঘটনা সম্পর্কে তাঁদের মৌখিকভাবে জানানো হয়েছিল। বুধবার লিখিত অভিযোগ দায়ের হওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।