বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সংখাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠনের পথে এনডিএ জোট (NDA)। আজ শনিবার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, মোদী ৩.০ সরকারে ৭৮ থেকে ৮১ জন মন্ত্রী হতে পারেন। শরিকরা বার্গেনিং করলেও স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা, অর্থ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক বিজেপির নিজের কাছেই রাখছে বলে জানা গিয়েছে। ওদিকে কারা মোদীর মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সেই নিয়ে জোর জল্পনা চলছে। এরই মাঝে শোনা যাচ্ছে বাংলা থেকে দুই সাংসদ ঠাঁই পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রীসভায়।
বেশ কয়েকদিন ধরে তমলুক আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা জোড়ালো হচ্ছিল। তবে জানা যাচ্ছে অভিজিৎ নয়, বাংলা থেকে মন্ত্রীত্ব পেতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট থেকে জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার। পাশাপাশি এবারও মন্ত্রীত্ব থাকতে পারে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের কাছে।
সূত্রের খবর যারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাদের নরেন্দ্র মোদী নিজে ফোন করেছেন। এরপর ক্যাবিনেট সেক্রেটারিরও ফোন আসার কথা। জানা গিয়েছে এদিন শান্তনু ঠাকুরের কাছে ফোন এসেছে। তারপর থেকেই তার মন্ত্রী হওয়ার বিষয়টি একরকম পাকা হয়ে গিয়েছে বলে চৰ্চা চলছে।
আরও পড়ুন: একুল, ওকুল সবই গেল! ভোটে হারার পর এবার মমতার ক্ষোভের মুখে দেবাংশু, বললেন…
এরই মাঝে দেশে তৃতীয়বারের মতো NDA সরকারের মোদি মন্ত্রিসভা 3.0-তে কোন সাংসদরা স্থান পেতে চলেছেন সেই সংক্রান্ত এক তালিকা সামনে এসেছে। যাতে এনডিএ জোট থেকে মোট ৪০ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন। রইল সম্পূর্ণ তালিকা:
১. রাজনাথ সিং (ইউপি)
২. অমিত শাহ (গুজরাট)
৩. নিতিন গড়করি (মহারাষ্ট্র)
৪. নির্মলা সীতারমন (অন্ধ্রপ্রদেশ)
৫. ধর্মেন্দ্র প্রধান (ওড়িশা)
৬. জয়ন্ত চৌধুরী (ইউপি)
৭. জিতন রাম মাঞ্জি (বিহার)
৮. রাম নাথ ঠাকুর (বিহার)
৯. চিরাগ পাসওয়ান (বিহার)
১০. এইচডি কুমারস্বামী (কর্নাটক)
১১. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (এমপি)
১২. অর্জুন রাম মেঘওয়াল (রাজস্থান)
১৩. প্রতাপরাও যাদব (মহারাষ্ট্র)
১৪. রক্ষা খাডসে (মহারাষ্ট্র)
১৫. জিতেন্দ্র সিং (জম্মু-কাশ্মীর)
১৬. রামদাস আটওয়ালে (মহারাষ্ট্র)
১৭. কিরেন রিজিজু (অরুণাচল প্রদেশ)
১৮. রাও ইন্দ্রজিৎ সিং (হরিয়ানা)
১৯. শান্তনু ঠাকুর (পশ্চিমবঙ্গ)
২০. মনসুখ মান্ডাভিয়া (গুজরাট)
২১.অশ্বিনী বৈষ্ণব (ওড়িশা)
২২. বান্ডি সঞ্জয় কুমার (তেলেঙ্গানা)
২৪. জি কিষাণ রেড্ডি (তেলেঙ্গানা)
২৪. হরদীপ সিং পুরী (পাঞ্জাব)
২৫. বিএল ভার্মা (ইউপি)
২৬. শিবরাজ সিং চৌহান (এমপি)
২৭. শোভা করন্দলাজে (কর্নাটক)
২৮. রবনীত সিং বিট্টু (পাঞ্জাব)
২৯. সর্বানন্দ সোনোয়াল (আসাম)
৩০. অন্নপূর্ণা দেবী (ঝাড়খণ্ড)
৩১. জিতিন প্রসাদ (ইউপি)
৩২. মনোহর লাল খট্টর (হরিয়ানা)
৩৩. হর্ষ মালহোত্রা (দিল্লি)
৩৪. নিত্যানন্দ রাই (বিহার)
৩৫. অনুপ্রিয়া প্যাটেল (ইউপি)
৩৬. অজয় তমতা (উত্তরাখণ্ড)
৩৭. সাবিত্রী ঠাকুর (এমপি)
৩৮. রাম মোহন নাইডু (অন্ধ্র প্রদেশ)
৩৯. চন্দ্রশেখর পেমমাসানি (অন্ধ্রপ্রদেশ)
৪০. মুরলী মোহন (অন্ধ্রপ্রদেশ)