৪০ মিনিট ফোনপর্ব চলল মোদী- জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে, কপালে চিন্তার ভাঁজ চীনের

বাংলাহান্ট ডেস্কঃ কোয়াড বৈঠকের পূর্বেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োসিহিদ সুগার (Yoshihide Suga) মধ্যে প্রায় ৪০ মিনিট ফোনপর্ব চলল। ভারত জাপানের এই বন্ধুত্বের সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারছে না চীন সরকার জিনপিং।

৪০ মিনিটের এই দীর্ঘ সময়ের বৈঠকে দুই দেশের প্রধানেরে মধ্যে সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে করোনা ভ্যাকসিন বিভিন্ন বিষয়ে আলোচনা চলে। ভারত-প্রশান্ত মহাসাগরে চীনের দাদাগিরি, বুলেট ট্রেন, এমনকি দুই দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা। অন্যদিকে এই দ্বিপাক্ষিক বৈঠকে মায়নমারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠক পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে জানান, ‘ভারত জাপানের মধ্যেকার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োসিহিদ সুগার সঙ্গে ফোনালাপ হল। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে’।

মুম্বাই আমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়। এরই সঙ্গে জানা গিয়েছে, আগামি বছর অর্থাৎ ২০২২ সালেই ভারত এবং জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৯তম বার্ষিকী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী, জাপানের প্রধানমন্ত্রী সুগাকে ভারত সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

একদিকে বন্ধুত্বের নিরিখে আরও কাছাকাছি আসার চেষ্টায় রয়েছে ভারত জাপান। কিন্তু এই দুই দেশের এই বন্ধুত্বকে কিছুতেই মেনে নিতে পারছে না চীন সরকার জিনপিং। তাঁর কপালে পড়েছে চিন্তার ভাঁজ।


Smita Hari

সম্পর্কিত খবর