বাংলা হান্ট ডেস্কঃ এরাজ্যে বারবারই চাকরির জন্য আন্দোলনে নামতে হয়েছে হবু শিক্ষকদের। এর আগেও শিক্ষামন্ত্রী বাড়ির সামনে, বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। এমনকি কয়েকদিন আগেই বিকাশ ভবনের সামনে শিক্ষিকারাও বিক্ষোভ দেখান বদলির প্রতিবাদে। সেই আন্দোলনে বিষপানের মতো অপ্রীতিকর ঘটনাও চাক্ষুষ করেছিল রাজ্য। এদিন ফের একবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন হবু শিক্ষকরা।
কিন্তু তার আগেই রীতিমতো সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে জমায়েত করার অপরাধে গ্রেপ্তার করা হয় ৪০ জন হবু শিক্ষককে। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষকের জন্য যে পরীক্ষা নেওয়া হয় তাতে সফল হয়েছেন তারা। মেধাতালিকাতেও তাদের নাম রয়েছে, কিন্তু কেউই এখনও চাকরি পাননি। আর সে কারণেই যুব ছাত্র অধিকার মঞ্চের তরফ থেকে আজ শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নেন তারা।
তবে সেই ঘটনা ঘটার আগেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ৪০ জনকে গ্রেফতার করে আনা হয় লেকটাউন থানায়। এই ঘটনায় মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি বলেন, “বিক্ষোভ দেখানোর অধিকার সকলের রয়েছে। কিন্তু এটা অনৈতিক। রাজ্য যথেষ্ট করছে শিক্ষক-শিক্ষিকা ও চাকরিপ্রার্থীদের জন্য। প্রতিবছর এসএসসি ও নেওয়া হচ্ছে।”
আজ শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন পালিত হচ্ছে দিকে দিকে। আর সেই শিক্ষকদের সম্মাননা জ্ঞাপনের দিনেই রাজ্যে গ্রেপ্তার হলেন হবু শিক্ষকরা। এই ঘটনা যে সরকারের অস্বস্তি আরও বাড়াবে এ নিয়ে কোন সন্দেহ নেই।