বেতন ৪১ হাজার টাকা! বিপুল শূন্যপদে নিয়োগ করছে SBI, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক: ব্যাঙ্ক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্চয় হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা অথবা ব্যবসার কারণে টাকা লেনদেন করতে ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। অন্যদিকে চাকরির বাজার এই মুহূর্তে অনেকটাই নিম্নমুখী। করোনার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। চাকরি প্রার্থীদের চাকরির অভাব আরও প্রকট হয়ে উঠেছে। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে চাকরিরও প্রস্তুতি নিয়ে থাকেন অনেকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। দেশের অন্যতম বড় এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। এবার আরও একবার সেই সুযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া 18 মে থেকে শুরু হয়েছে। এই পদে আবেদনের শেষ তারিখ 07 জুন 2022। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন৷ এই পদগুলিতে আবেদনের জন্য মোট 641টি পদ খালি রয়েছে৷

SBI Recruitment 2022: মোট শূন্যপদের বিবরণ

চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর (CMF-AC) – ৫০৩

চ্যানেল ম্যানেজার সুপারভাইজার (CMS-AC) – 130

সাপোর্ট অফিসার (SO-AC) – 8

SBI Recruitment 2022 : বেতনের বিবরণ

ব্যাঙ্ক প্রতি মাসে 36,000 টাকা বেতন দেবে চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেট (CMF-AC) পদের জন্য । চ্যানেল ম্যানেজার সুপারভাইজার (CMS-AC) পদের বেতন হবে প্রতি মাসে 41,000 টাকা। বাকি সাপোর্ট অফিসার (SO-AC) – প্রতি মাসে পাবেন 41,000 টাকা।

SBI Recruitment 2022 : বয়স সীমা

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 60 বছরের মধ্যে হতে হবে।

SBI Recruitment 2022 : নির্বাচন প্রক্রিয়া

সাক্ষাৎকার ও মেধা তালিকার ভিত্তিতে এসব পদে নিয়োগ করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর