কেউ পাবেন ৩ লাখ, কেউ ৪ লাখ! DA মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। গত ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া।

DA (Dearness Allowance) মামলায় হারলে চাপে পড়বে রাজ্য!

উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখনও সেই মামলাই ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে।

মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলেই আশা রাখছি। এই মামলায় আমরা ছ’বার জিতেছি। আশা করছি সুপ্রিম কোর্টেও জিতব। রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবিপূরণ হবে। আমরা আশাবাদী।’

‘রাজ্য সরকার ডিএ মামলা করে সরকারি কর্মীদের হকের টাকা দিতে দেরি করছে। ২০০৯ সালের রোপা রুলে স্পষ্টই বলা আছে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। রুলে বলা আছে সর্বভারতীয় মূল্যসূচকের (AICPI) সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে। আর এবার সেটাই ফের একবার সুপ্রিম কোর্টে প্রমাণিত হবে।’ এমনটাই বলেছেন আইনজীবী ফিরদৌস শামিম।

প্রসঙ্গত, বর্তমানে সর্বোচ্চ আদালতে ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে মামলা চলছে, তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এই মামলা। এবার অঙ্কের হিসেবে দেখা গেলে ডিএ মামলায় যদি রাজ্য সরকারি কর্মচারীরা জয় পায় তাহলে পদ অনুযায়ী, লক্ষ লক্ষ টাকা আসবে সরকারি কর্মীদের পকেটে।

কেউ কেউ পাবেন দু’লাখ টাকা। কারও অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা। গ্রুপ ‘ডি’ কর্মীরা পেতে পারেন প্রায় ২ লাখ বকেয়া। গ্রুপ ‘সি’ কর্মীদের হাতে আসতে পারে প্রায় ২ লাখ ২০ হাজার, গ্রুপ ‘বি’ কর্মীদের ক্ষেত্রে ৩ লাখ ১০ হাজার এবং গ্রুপ ‘এ’ কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্ক হতে পারে প্রায় ৪ লাখ টাকা।

dearness allowance

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, আজ কতটা ভিজবে তিলোত্তমা? আবহাওয়ার খবর

২০২২ সালের ২০ মে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা মেনে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকারকে। উল্লেখ্য, সেই সময় হাইকোর্ট রাজ্যকে নিজের কর্মচারীদের কেন্দ্রীয় কর্মীদের সমান ৩১% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর