ভয়াবহ গণহত্যা, একসঙ্গে ৪৪ টি মৃতদেহ উদ্ধার

 

অমিত সরকার ঃ এই গণহত্যা মেক্সিকোর গুয়সদালাজারা শহরের বাইরে একটি গ্রামে হয়েছে। এই এলাকায় ড্রাগ মাফিয়াদের রমরমা। এদের ব্যাপক দাপট এই অঞ্চলে। মেক্সিকান পুলিশ মনে করছে এই ঘটনার পিছনে ড্রাগ মাফিয়াদের হাত থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি সেপ্টেম্বরের গোড়ার দিকে হলেও প্রকাশ্যে এসেছে এখন।

well bodies

পুলিশ মৃত ব্যক্তিদের পরিচয় জানতে পেরেছে। এমন ঘটনা মেক্সিকোতে আগেও ঘটেছে।
বড় বড় প্লাস্টিকে মুড়ে কুয়োর ভিতরে ফেলা হয়েছে। এরকম একটা, দুটো, তিনটে নয় এই রকম প্যাকেটে মোড়া ৪৪ টি মৃতদেহ পাওয়া গিয়েছে কুয়ো থেকে। তবে দেহগুলোকে এমনভাবে কাটা হয়েছে বোঝা দায় কার কোনটা। মুণ্ডু, ধর, দেহাংশ খন্ড খন্ড করে কাটা হয়েছে।দেখলে যে কেউ আতকে উঠবে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মৃতদেহগুলো সনাক্তকরণের জন্য ফরেন্সিক টিম আনা হয়। তবে এই ভয়ংকর হত্যাকান্ডের পিছনে কার হাত তা স্পষ্ট নয়। ৪৪ জন মানুষকে কেটে টুকরো টুকরো করার ঘটনা বিরল।

সম্পর্কিত খবর