আজই ভারতের ৪৫% অর্থব্যবস্থা রিস্টার্ট, এই সব সেক্টরে কাজ শুরুর সিদ্ধান্ত মোদি সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতজুড়ে(india) চলছে দ্বিতীয় দফার লকডাউন এর ঘোষনার সময়েই নরেন্দ্র মোদি(Narendra modi)  ঘোষনা করেছেন, ২০ এপ্রিল থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কার্যক্রম শুরু হবে৷ সেই নির্দেশ মেনে আজ থেকে শর্তসাপেক্ষে শুরু হচ্ছে কাজ। ভারতের মোট অর্থনীতির ৪৫ শতাংশ কাজ আবার চালু হচ্ছে।

Narendra Modi 1 1
কেন্দ্রীয় সরকার 17 এপ্রিল যে নির্দেশিকা জারি করেছে, তা অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কোল্ড স্টোরেজ, গুদাম পরিষেবা, ফিশ খাবার, প্রসেসিং, প্যাকেজিং, বিপণন, বাণিজ্যিক অ্যাকুরিয়াম, ফিশারি পণ্য, ফিশ বীজ, চা, কফি, রাবার, কাজু প্রসেসিং, প্যাকেজিং, দুধ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ, উত্পাদন ও ভুট্টা বিতরণ শুরু হবে। যা দেশের স্তব্ধ কৃষিক্ষেত্রে গতি দেবে। দেশের অর্থনীতির বিশাল অংশ কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষির সাথে সাথে আবারও ঘুরতে শুরু করবে অর্থনীতির চাকা।

পাশাপাশি সরকার ডেটা, কল সেন্টার এবং আইটি অফিস খোলার অনুমোদন দিয়েছে। এছাড়াও, বৈদ্যুতিনবিদ, প্লাম্বার, মোটর মেকানিক, শিপিং, কুরিয়ার, ডিটিএইচ এবং কেবল পরিষেবা কর্মীরাও তাদের পরিষেবা শুরু করতে পারবেন।

চিকিত্সা সরঞ্জাম, আইটি হার্ডওয়্যার, খনন, পাট শিল্পের মতো উত্পাদন শিল্পের সাথে সম্পর্কিত সংস্থাগুলিও কাজ শুরু করবে।রিয়েল এস্টেট খাতেও সরকার স্বস্তি দিয়েছে। রিয়েল এস্টেট প্রকল্প এবং সমস্ত শিল্প প্রকল্পে নির্মাণ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে।

শর্ত সাপেক্ষে পরিষেবা চালু হবে ই কমার্স ব্যাবসাও।এর আগে অবশ্য মোবাইল ফোন, টিভি, রেফ্রিজারেটারের মতো বিভিন্ন পণ্য সামগ্রী (Non-Essential Goods) ই-কমার্স সংস্থাগুলিকে লকডাউনের মধ্যে হটস্পট নয়, এমন জায়গাগুলিতে বিক্রি করার অনুমতি দিয়েছিল কেন্দ্র । তবে এবার স্পষ্ট করে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু বিক্রি করা যাবে না বলে জানা হয়েছে

 

সম্পর্কিত খবর