অবাককান্ড! ৪৫ বছর বয়সে এসে ১৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে চমকে দিলেন স্টিভেন্স, মারলেন ছক্কার বন্যা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যদি কারুর খেলাধুলার প্রতি সত্যিই ভালোবাসা থেকে থাকে তাহলে তার কাছে বয়স শুধু একটা মাত্র সংখ্যা। আর এই কথাটি ফের একবার প্রমান করলেন ড্যারেন স্টিভেন্স। কয়েকদিন আগেই 45 বছর বয়সে পা দিয়েছেন এই ক্রিকেটার। আর 45 বছর বয়সে তার জন্মদিনে তিনি এক ইনিংসে 5 উইকেট নিয়ে কাউন্টি ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন। ফের একবার বিশ্ব রেকর্ড গড়লেন এই 45 বছর বয়সী ক্রিকেটার।

গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে ঝোড়ো শতরান করেন কেন্টের এই বিধ্বংসী অলরাউন্ডার। দুর্দান্ত ইনিংস খেললেও অল্পের জন্য দ্বি শতরান হাতছাড়া হয়ে যায় তার। মাত্র 149 বলে 190 রানের মারকাটারি ইনিংস খেলে অল্পের জন্য দ্বি শতরান হাতছাড়া করে আউট হলেন ড্যারেন স্টিভেন্স।

এইদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ড্যারেন স্টিভেন্স। টেস্ট ক্রিকেট হলেও দেখে মনে হচ্ছিল যেন কোন টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং করছেন ড্যারেন স্টিভেন্স। মাত্র 92 বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। 117 বলেই টপকে যান 150 রানের গন্ডি। শেষ পর্যন্ত 149 বলে 190 রানের ইনিংস খেলে মার্নাশ লাবুশনের বলে আউট হয়ে অল্পের জন্য ডবল সেঞ্চুরি মিস করেন ড্যারেন স্টিভেন্স। ড্যারেন স্টিভেন্স এর এই ইনিংসটি সাজানো ছিল 15 টি চার এবং 15 টি ছক্কা দিয়ে। এই দুর্দান্ত ইনিংসের মধ্য দিয়েই ফাস্ট ক্লাস ক্রিকেটে 16 হাজার রানের গন্ডি টপকে গেলেন ড্যারেন স্টিভেন্স।

সম্পর্কিত খবর

X