‘পড়ে ছিঁড়ে ফেলো!” ১৩ বছরের ছাত্রীকে ‘প্রেমপত্র” ৪৭-র শিক্ষকের, তারপরই ঘটল …

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথায় আছে, ভালবাসা বয়স মানে না। অসমবয়সি ভালবাসার বহু নজিরই দেখা যায়। কিন্তু উত্তরপ্রদেশের কনৌজে যা ঘটল, তাতে শোরগোল পড়ে গিয়েছে। ১৩ বছর বয়সি ছাত্রীর প্রেমে পড়লেন ৪৭ বছর বয়সি শিক্ষক। অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমপত্রও লিখে ফেললেন তিনি। যার ফলে ঘোর বিপদে পড়েছেন ওই শিক্ষক।

শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। আজ এই খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে এক পাতার প্রেমপত্র লিখে প্রেম নিবেদন করেছেন শিক্ষক। এখানেই থামেননি। প্রেমপত্রের শেষে লেখা, স্কুলে ছুটি পড়ার আগে তাঁর সঙ্গে যেন অবশ্যই ওই ছাত্রী দেখা করে। 

love letter teacher

পাশাপাশি এও লেখা, ছাত্রী যদি তাঁকে সত্যিই ভালবাসে, তাহলে যেন তাঁর সঙ্গে অবশ্যই দেখা করে। চিঠিটি পড়ার পর ছাত্রী যাতে তা ছিঁড়ে ফেলে, তাও লেখা রয়েছে। শিক্ষকের কাছ থেকে এই চিঠি পেয়ে বাড়িতে তা জানায় ছাত্রী। তারপরেই ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। 

girl harrassed

শিক্ষককে এই কাজের জন্য ক্ষমাও চাইতে বলেন তাঁরা। কিন্তু তিনি ক্ষমা তো চানই নি বরং ছাত্রীকে গায়েব করে দেওয়ার হুমকিও দেন তিনি। এমনটাই অভিযোগ ছাত্রীর বাবা-মায়ের। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তাঁরা। 

পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ জানিয়েছেন, বাবা-মায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক কৌস্তভ সিংহ জানিয়েছেন, একটি বিশেষ দল গঠন করে রিপোর্ট চাওয়া হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদিও এখনও অবধি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

সম্পর্কিত খবর

X