অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা মহিলা করোনা পজিটিভ! সংস্পর্শে আসা ৩৩ জন আইসোলেশনে

বাংলা হান্ট ডেস্ক : আশংকাই সত্যি হল। বিদেশ থেকে ভারতে আসা একাধিক যাত্রীর দেহে কোভিড নতুন স্ট্রেনের নমুনা পাওয়া গেল। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতাতেও। অস্ট্রেলিয়া (Australia) থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata) আসা এক মহিলার দেহে কোভিডের উপসর্গের (Covid symptoms) হদিশ মেলায় তাঁকে বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

বিশেষ সূত্রে খবর, ওই মহিলার নাম কিলবানে কিরাতি মেরি। এয়ার এশিয়ার বিমানে বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। র‍্যাপিড টেস্টে তাঁর কোভিড পজিটিভ আসে। তাছাড়াও তাঁর শরীরে অন্য উপসর্গও ছিল। এরপরেই তাঁকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই মহিলা জানিয়েছেন পর্যটক হিসেবেই ভারতে এসেছেন ওই মহিলা।

এয়ার এশিয়ার ওই বিমানে অন্য যাত্রীদেরও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, বাকি সবারই রিপোর্ট নেগেটিভ আসে। বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এই বিদেশি মহিলার আরপিটিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবেরোটরিতে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে আসবে রিপোর্ট। তারপরই সবটা স্পষ্ট হবে। আপাতত সেই সময় পর্যন্ত তাঁকে বেলেঘাটা আইডির আইসোলেশন ইউনিটে রাখা হবে।

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। ৪৮ বছরের ওই মহিলাকে অ্যাম্বুল্যান্সে বেলেঘাটা আই ডির জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং পরে তাঁকে আইসোলেশনে রাখা হয়। কোভিডের কোন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন তিনি তা জানার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে আসা ৩৩ জন যাত্রীকে আইসিলেশনে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Sudipto

সম্পর্কিত খবর