নো বিয়ে, নো সেক্স, নো সন্তান! পথে নামছেন মার্কিন মহিলারা,উত্তাল বিশ্ব! নেপথ্যের আসল কারণ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার আমেরিকার রাষ্ট্রপতির চেয়ারে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে অনেক মার্কিন মহিলা মনে করছেন ট্রাম্পের এই জয়ের পেছনে রয়েছে বিপুল পরিমাণ পুরুষ ভোটারের হাত। তার প্রতিবাদে হাজার হাজার মার্কিন নারী হাঁটতে চলেছেন ‘সেক্স স্ট্রাইকের’ (Sex Strike) পথে।

ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে বাড়ছে মহিলাদের ক্ষোভ

এই নারীরা শারীরিকভাবে মিলিত হবেন না কোনও পুরুষের সাথে। এমনকি করবেন না বিয়ে, জন্ম দেবেন না সন্তানের। দক্ষিণ কোরিয়ার কিছু প্রতিবাদী নারী ৪বি আন্দোলন শুরু করেছেন। এই মার্কিন মহিলারা মূলত অনুপ্রাণিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সেই ৪বি আন্দোলন (4B Movement) থেকেই।

2024 10 19T100250Z 1285458648 RC2V9AAJVYSF RTRMADP 3 USA ELECTION BLACK WOMEN 768x512 1

কোরিয়ান ভাষা  ‘বি’ শব্দের অর্থ ‘না।’ ৪বি, অর্থাৎ চার ধরনের জিনিস থেকে এই নারীরা নিজেদের বিরত রাখার অঙ্গীকার নিয়েছেন। এগুলির মধ্যে রয়েছে – পুরুষদের সাথে সময় না কাটানো, পুরুষদের সাথে যৌন মিলনে অংশ না নেওয়া, বিয়ে না করা এবং সন্তান ধারণ থেকে বিরত থাকা।

আরোও পড়ুন : ৫৪-তেও রয়ে গিয়েছেন আইবুড়ো, এই অভিনেতার জন্যই কখনো নিজের সংসার পাননি টাবু!

কোরিয়ান এই প্রতিবাদী নারীদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মার্কিন মহিলা পথে নেমেছেন প্রতিবাদে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যান্য নারীদেরও নিজেদের দলে টানার চেষ্টা করছেন এনারা। সূত্র বলছে, ৪বি নারীরা অভিযোগ করেছেন, মার্কিন পুরুষদের ভোট কাজ করেছে ট্রাম্পের (Donald Trump) এই জয়ের পিছনে।

Donald Trump

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি, প্রতিবাদী নারীরা মনে করেছিলেন এই নির্বাচনে জয়লাভ করবেন কমলা হ্যারিস। আমেরিকায় প্রজনন বিষয়ক অধিকারগুলি নিয়ে এই নারীরা যথেষ্ট সক্রিয়। তবে প্রতিবাদীরা ধারণা করছেন ট্রাম্প জয় লাভ করায় তাদের প্রত্যাশা পূরণ হবে না। ট্রাম্পের শাসনকালে ক্ষুণ্ণ হবে নারীদের অধিকার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর