JIO, Airtel-কে ঝটকা! একসঙ্গে 5G ও 4G পরিষেবা চালু করতে চলেছে BSNL

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক তৈরিতে ব্যস্ত তখন বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) সম্পূর্ণভাবে 4G পরিষেবা শুরু করতে পারেনি। তবে বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর আছে। তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসে বিএসএনএল তাদের 4G পরিষেবা গোটা ভারতবর্ষে শুরু করতে পারে।

প্রথম দিকে শোনা যাচ্ছিল, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিএসএনএল 4G পরিষেবা শুরু করে দেবে। কিন্তু এখন খবর আসছে যে আগামী ২০২৩ সালের জানুয়ারি মাসে বিএসএনএল শুরু করতে পারে 4G পরিষেবা।

একটি সাক্ষাৎকারে, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে 2023 সালের জানুয়ারির মধ্যে BSNL এর 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে স্থাপন করা হতে পারে। তিনি আরও বলেছেন যে রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থাটি আগস্ট 2023 থেকে ভারতে তার দেশীয় 5G নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত।

BSNL OFFER

BSNL ভারতে তার 4G এবং 5G নেটওয়ার্ক চালু করার জন্য Tata Consultancy Services (TCS) এর প্রযুক্তি ব্যবহার করতে পারে। TCS ভারত সরকারের টেলিকম প্রযুক্তি বিকাশকারী সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT) এর সাথে BSNL-এর জন্য কোর 4G প্রযুক্তি এবং রেডিও সরঞ্জাম তৈরি করতে কাজ করছে বলে জানা গেছে। সর্বশেষ রিপোর্ট অনুসারে, TCS এবং BSNL দেশে তাদের 4G পরিষেবা শুরু করার জন্য প্রায় $2 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর