এই ৫ অলরাউন্ডার ব্যাটিং যে হাতে করেন, তার বিপরীত হাতের ব্যবহারে বোলিং করেন! তালিকায় ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেটের যে কোনও ফরম্যাটে একজন অলরাউন্ডারের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখা জরুরি। তাই দুটি ভূমিকাতেই তার স্বাচ্ছন্দ্য থাকা প্রয়োজন। আজকের প্রতিবেদন আমরা পরস্পর বিরোধী ক্ষমতা সম্পন্ন সেই পাঁচ অলরাউন্ডারের কথা আলোচনা করবো যারা বোলিং এবং ব্যাটিংয়ে ভিন্ন হাতের ব্যবহার করেন।

● বেন স্টোকস (Ben Stokes): ইংল্যান্ডকে দুই ফরম্যাটে বিশ্বকাপ এবং একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ জেতানো বেন স্টোকস এমন গুন সম্পন্ন। এই তারকা অলরাউন্ডার বাঁ হাতে ব্যাটিং করতে যতটা সচ্ছন্দ ঠিক ততটাই স্বচ্ছন্দ ডান হাতে বোলিং করে উইকেট তুলতে। ইংল্যান্ডের হয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি দুই বিশ্বকাপের ফাইনালেই ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন তিনি।

neesham

● জিমি নিশাম (Jimmy Neesham): নিউজিল্যান্ডের জিমি নিশামও এমন এক অলরাউন্ডারের উদাহরণ। একজন আগ্রাসী ব্যাটারের পাশাপাশি নিশাম একজন ভদ্রস্থ বোলার। বিভিন্ন টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই কিউয়ি ক্রিকেটার।

washington sundar

● ওয়াশিংটন সুন্দর (Washington Sundar): ভারতের উদীয়মান অলরাউন্ডারদের মধ্যে একজন ওয়াশিংটন সুন্দর। তিনি বাঁ-হাতে ব্যাট করেন কিন্তু ডান হাত ব্যবহার করে বোলিং করেন। টেস্ট ফরম্যাটে এই তরুণ ব্যাট হাতে ভালো ফর্ম দেখালেও বল হাতে প্রভাব ফেলতে পারেননি। আবার সীমিত ওভারের ম্যাচগুলিতে ভারতের হয়ে তিনি বল হাতেই বেশি সফল।

moin ali 1

● মঈন আলী (Moin Ali): সকল ফরম্যাটেই মঈন আলী একজন তারকা পারফর্মার। ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার নিজের দেশের জার্সিতে প্রতিটি ফরম্যাটে ভালো খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

Untitled 1700 x 900 px

● সুনীল নারায়ণ (Sunil Narine): বিশ্বের অন্যতম সেরা রহস্য স্পিনারদের একজন সুনীল নারায়ন গত কয়েক বছরে ব্যাট হাতেও একাধিকবার নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। তার ডান হাতের বৈচিত্রময় বলিউড ব্যাটারিতে ঘাম ঝুঁটিয়ে দেয় এবং বাঁকাতে যখন তিনি ব্যাট করতে যাবেন তখন নতুন বল হাতে দাঁড়িয়ে থাকা বোলারদের মাথায় চিন্তার ঢেউ খেলে যায়। যদিও নিজের দেশের চেয়ে বেশিরভাগ বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোতেই বেশি সফল তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর