ফের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর! আগামী মাসেই বদলে যাচ্ছে ৫ টি বড় নিয়ম, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নতুন বছরের প্রথম মাসের একদম শেষের দিকে উপস্থিত হয়েছে আমরা। আর মাত্র চার দিন পরেই আমরা পদার্পণ করব আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে (February)। এদিকে, প্রত্যেক নতুন মাসের শুরুতেই বিভিন্ন নিয়মের পরিবর্তন (Rules Change) ঘটে। এমনকি, সেগুলি প্রভাব প্রত্যক্ষভাবে পড়ে সাধারণ মানুষের ওপর। আগামী মাসেও তার ব্যতিক্রম ঘটছে না। এমনিতেই, ফেব্রুয়ারিতে বাজেট পেশ হতে চলেছে। এমতাবস্থায়, আগামী মাসে ৫ টি বড় নিয়মে পরিবর্তন ঘটবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. IMPS-এর নিয়মে পরিবর্তন: আগামী ১ ফেব্রুয়ারি থেকে IMPS অর্থাৎ Immediate Payment Service-এর নিয়মে বড়সড় বদল হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আপনি ১ তারিখ থেকে সুবিধাভোগীর নাম যোগ না করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্থানান্তর করতে পারেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের ৩১ অক্টোবর NPCI অর্থাৎ National Payment Corporation of India এই বিজ্ঞপ্তি জারি করে। মূলত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আরও দ্রুত এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এই নিয়মে পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। NPCI অনুসারে, এবার আপনি কেবল প্রাপক বা সুবিধাভোগীর ফোন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারেন।

২. পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের FD: জানিয়ে রাখি যে, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের গ্রাহকরা আগামী ৩১ জানুয়ারি ২০২৪ অর্থাৎ চলতি মাসের শেষ দিন পর্যন্ত “ধন লক্ষ্মী ৪৪৪ দিন” FD-র সুবিধা নিতে পারবেন। তবে ১ ফেব্রুয়ারির পরে, গ্রাহকেরা এই স্কিমের সুবিধা আর পাবেননা। এই FD-র মেয়াদ হল ৪৪৪ দিন। যেখানে সাধারণ গ্রাহকরা ৭.৪ শতাংশ হারে সুদের সুবিধা পান এবং প্রবীণ নাগরিকরা পান ৭.৯ শতাংশ সুদ। এছাড়াও, অতি প্রবীণ নাগরিকরা ৮.০৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন।

5 big rules are changing in February

৩. NPS প্রত্যাহারের নিয়মাবলী: আগামী মাসে হতে চলা বড় পরিবর্তনের মধ্যে অন্যতম হল এবার PFRDA অর্থাৎ Pension Fund Regulatory and Development Authority ১ ফেব্রুয়ারি থেকে ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে। মূলত, ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় অ্যাকাউন্ট প্রত্যাহারের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই প্রসঙ্গে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, NPS অ্যাকাউন্টধারীরা মোট আমানতের পরিমাণের ২৫ শতাংশের বেশি তুলতে পারবেন না। উল্লেখ্য যে, এর মধ্যে অ্যাকাউন্টধারী এবং নিয়োগকর্তা উভয়েরই অবদানের পরিমাণ অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ল্যান্ড করতে পারবে এভারেস্টেও! টাটা গ্রুপের হাত ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার তৈরি হবে ভারতে

৪. FASTag KYC: আপনি যদি FASTag ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। কারণ, আগামী ৩১ জানুয়ারির আগে আপনাকে FASTag-এ KYC করাতে হবে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এমতাবস্থায়, আপনার যদি এই KYC করা না থাকে তাহলে FASTag নিষিদ্ধ বা ব্ল্যাক লিস্ট হয়ে যাবে।

আরও পড়ুন: আবারও ভারতে ফিরছে Ford, এই জনপ্রিয় গাড়ির মাধ্যমে হবে আত্মপ্রকাশ! জল্পনা তুঙ্গে

৫. SBI হোম লোন ক্যাম্পেইন: SBI-র তরফে একটি বিশেস হোম লোন ক্যাম্পেইন চালানো হচ্ছে। যার মাধ্যমে অত্যন্ত সস্তায় হোম লোন পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে SBI-এর ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, এই অফারের মাধ্যমে ব্যাঙ্ক ৬৫ বিপিএস পর্যন্ত ছাড়ের সুবিধা পাচ্ছে। এমতাবস্থায় এই ছাড়, এনআরআই, স্যালারি ক্লাস, ফ্লেক্সিপে সহ সমস্ত হোম লোনের জন্য বৈধ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর