বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভার অধিবেশনে ধারাবাহিকভাবে দলের শক্তি প্রদর্শন হোক- সূত্রের খবর এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেই কারণেই বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন দলীয় বৈঠকে বিধায়কদের কয়েকটি নির্দেশ দেওয়া হয়। যা অবশ্যই করে মান্য করতে বলা হয় তৃণমূল (tmc) বিধায়কদের।
বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বিধানসভা ত্যাগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপর বিরোধীদের কোনরকম বাধা ছাড়াই বিধানসভার নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।
এরপর সোমবার অধিবেশনের দ্বিতীয় দিনে শোক প্রস্তাবের পরেই অধিবেশন মুলতুবি হয়ে যায়। আর এরপরই বিধানসভার নৌসার আলি কক্ষে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায়ের উপস্থিতিতে তৃণমূল পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে বিধায়কদের বেশকিছু নির্দেশাবলী মান্য করার বার্তা দেওয়া হয়, যা অবশ্যি করে মেনে চলতে হবে তৃনোমুল বিধায়কদের।
অধিবেশনে নিয়মিত যোগ দিয়ে পুরো সময়টা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাঝপথে অধিবেশন ছেড়ে চলে যাওয়া চলবে না।
বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রে দলের নির্দেশ মেনে চলতে হবে।
প্রশ্নোত্তর পর্বের নিয়ম জেনে বিধায়কদের নিয়মিত সেখানে অংশ নিতে হবে। প্রয়োজনে কোন তথ্য জানার হলে বিধানসভার গ্রন্থাগার ব্যবহার করতে হবে।
বিরোধীরা বিধানসভার অধিবেশন নষ্ট করতে চাইলে, দলের নির্দেশ মেনেই পদক্ষেপ নিতে হবে বিধায়কদের।
দল যাঁদের উপরে দায়িত্ব দিয়েছে, তাঁরা ছাড়া বিনা কারণে কোন বিধায়ক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না।