কিংবদন্তি পেলের ঝুলিতে এই ৫ অনন্য রেকর্ড! ভাঙতে পারেননি মারাদোনা, মেসি, রোনাল্ডোরাও….

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এডসন আরন্তেস ডো ন্যাসিমেন্টো (Edson Arantes do Nascimento), সংক্ষেপে পেলে (Pele)। বর্তমান প্রজন্ম যার নাম শুনেছেন নিজেদের বাবা কাকাদের মুখে। যাকে নিয়মিত খেলতে দেখা যায়নি। তার নির্দিষ্ট কিছু খেলার ভিডিও ইউটিউবে খুঁজলে পাওয়া যায়। যিনি ফুটবলকে ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে দিয়েছিলেন শিল্পের রূপ। অন্তত তার উত্তরসূরী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar Jr.) এমনটাই মনে করেন। তার জীবন যুদ্ধের কথা অল্পবিস্তার সকলেই জানেন। দারিদ্রতার কারণে নতুন মোজা কিনতে না পেরে পুরনো মোজাতেই কাগজ ঢুকিয়ে সেই অবস্থাতেই দাপুটে ফুটবল খেলা থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল। এই কৃষ্ণাঙ্গ ফুটবলারের কাছেই একসময় বশ মেনেছিল গোটা ফুটবল বিশ্ব।

আজ তারে প্রয়ানের দিনে রইলো তার গড়া পাঁচটি অবিশ্বাস্য রেকর্ডের কথা যেগুলি পরবর্তীকালে মারাদোনা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ভাঙতে পারেননি।

১. সর্বোচ্চ হ্যাটট্রিক: অফিসিয়াল রেকর্ড বলছে পেলে নিজের ক্যারিয়ারে ৮৩১ টি ম্যাচ খেলে ৭৫৭ টি গোল করেছিলেন। ফুটবলের ইতিহাসে তিনি পঞ্চম সর্বোচ্চ স্কোরার। তেলের ৭৫৭ টি গোলের মধ্যে ২৭৬ টি এসেছে হ্যাটট্রিকের অঙ্গ হিসাবে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের কেরিয়ারে মোট ৯২টি হ্যাটট্রিক করেছিলেন, যা এই তালিকায় থাকা দ্বিতীয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ৩২টি বেশি।

২. ১ বছরে ৭০ গোল: ব্রাজিলিয়ান কিংবদন্তি একমাত্র ফুটবলার যিনি দুইবার (১৯৫৮, ১৯৬২) এক ক্যালেন্ডার বর্ষে ৭০-এর বেশি গোল করেছেন। তিনি ছাড়া এক ক্যালেন্ডার বর্ষে ৭০-এর বেশি গোল করার কীর্তি রয়েছে গার্ড মুলার, লিওনেল মেসি এবং রোমারিওর নামে। কিন্তু এদের মধ্যে কেউই দুইবার এই কীর্তি করতে পারেননি।

৩. দুইবার বিশ্বজয়: বিশ্ব ফুটবলের ইতিহাসে হাতেগোনা কয়েকজন ফুটবলার রয়েছেন যারা কেরিয়ারে একের বেশি বিশ্বকাপ জিতেছেন। কিন্তু মাত্র ২১ বছর বয়সের মধ্যে দুবার বিশ্বকাপ জয় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ছাড়া আর কেউ করতে পারেননি।

৪. ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার: তার এই কীর্তিতে সম্প্রতি ভাগ বসিয়ে ফেলেছেন তার উত্তরসূরী নেইমার জুনিয়র। হয়তো আগামী বছরেই তাকে পেরিয়ে যাবেন তিনি। কিন্তু পেলে নিজের দেশের জার্সিতে ৭৭ গোল করেছিলেন মাত্র ৯২টি ম্যাচ খেলে। নেইমারের ৭৭ গোল করতে লেগেছে ১২৪টি ম্যাচ।

৫. তিন বিশ্বকাপ: ফুটবল বিশ্বের ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি নিজের কেরিয়ারে তিনবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। নিজের দেশকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়েছিলেন ১৯৫৮ সালে। এরপর ১৯৬২ সালের বিশ্বকাপে তিনি একটির বেশি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। তবে ১৯৭০ বিশ্বকাপে যে ব্রাজিল দলটির সঙ্গে তিনি বিশ্বকাপ জিতেছিলেন সেই দলে ১৯৫৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিল দলের কোন ফুটবলেরই ছিলেন না তিনি ছাড়া।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর