১টি বা ২টি ম্যাচে সুযোগ দিয়েছেন ধোনি, কোহলি! তারপরে ফিরে না তাকানোর হারিয়ে গিয়েছেন এই ৫ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে সুযোগ পাওয়া যতটা কঠিন, তার চেয়েও অনেক বেশি কঠিন নিজেকে জাতীয় দলে নিয়মিত করে তোলা। ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি ভাগ্যের সাহায্যও প্রয়োজন। তা না হলে একবার যদি দল থেকে কোনও ক্রিকেটার বাদ পড়েন তাহলে তার পক্ষে ফেরা অত্যন্ত কঠিন কারণ একাধিক প্রতিভাবান তারকা তার জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করতে থাকেন। এই প্রতিবেদনে এমন পাঁচজন ভারতীয় ক্রিকেটারের কথা আলোচনা করা হলো যারা একসময় সুযোগ পেয়েও এখন হারিয়ে গিয়েছেন।

ফৈয়াজ ফজল: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছিলেন এবং এই কারণেই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্রিকেটার মাঠে নামার সুযোগ পান মাত্র একটি ওডিআই ম্যাচে। ২০১৬ সালে খেলা এই ওয়ান ডে ম্যাচে, ফৈয়াজ ফজল জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেছিলেন। এই দুর্দান্ত হাফ সেঞ্চুরির পরেও দলে আর কোনওদিন সুযোগ পাননি তিনি।

মনদীপ সিং: একসময় বেশ প্রতিশ্রুতিবান তারকা হিসাবেই জাতীয় দলের স্কোয়াডে এসেছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৬ সালে একটি সিরিজে ৩টি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই সিরিজে ৮৭ রান করার পর আর কোনওদিন ভারতীয় দলে সুযোগ হয়নি তার।

বারিন্দর স্রান: প্রতিশ্রুতিবান এই বাঁ-হাতি মিডিয়াম পেসার যখন জাতীয় দলে এসেছিলেন তখন তাকে নিয়ে প্রত্যাশার অভাব ছিল না ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ডেবিউ করেছিলেন ২০১৬ সালে। কিন্তু ৬টি ওয়ান ডে এবং ২টি টি টোয়েন্টি খেলার পরও কোনও প্রভাব ফেলতে পারেন নি। এরপরে ধীরে ধীরে হারিয়ে যান ভারতীয় ক্রিকেটের মুলস্রোত থেকে।

মায়াঙ্ক মারখান্ডে: মাত্র ২৫ বছর বয়স, ভবিষ্যতে ভারতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার সুযোগ পেতেই পারেন। এই লেগ-স্পিনার এখন পর্যন্ত ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধুমাত্র একটি টি-টোয়েন্টিতে খেলেছেন। মুম্বাইয়ের জার্সিতে ২০১৮ আইপিএলে ভালো পারফরম্যান্স করে তবে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু অজিতের বিরুদ্ধে ম্যাচে ভালো কিছু করতে না পারায় পুরোপুরি ভারতীয় দল থেকে হারিয়ে যান। এই মরশুমে আইপিএলে ফের এসআরএইচের জার্সিতে ভালো পারফরম্যান্স করেছেন।

শ্রীনাথ অরবিন্দ: ২০১১ সালে ভারতীয় দলের ডাক পেয়েছিলেন। এবার মাঠে নামার সুযোগ পাননি। ২০১৫ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডিভিলিয়ার্সদের দাপটের সামনে খরকুটার মতো উড়ে গিয়েছিলেন তিনি। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ৮৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০৮ টি উইকেট নিয়েছিলেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর