আইপিএলের ইতিহাসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন যে পাঁচ ব্যাটসম্যান, তালিকায় ৪ ভারতীয়

বাংলা হান্ট ডেস্কঃ টেস্ট ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি হলেও সীমিত ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করা খুব একটা সহজ ব্যাপার নয়। বিশেষ করে আইপিএলে কারণ আইপিএল হয় কুড়ি ওভারের, কুড়ি ওভারে মাত্র একশ কুড়িটি বল থাকে। আর তাতে ওপেনার ব্যাটসম্যান ছাড়া বাকি ব্যাটসম্যানদের পক্ষে সেঞ্চুরি করা কার্যত অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এরই মধ্যে এমন কয়েক জন ব্যাটসম্যান রয়েছেন যারা সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরি হাতছাড়া করেছেন। আজ এমন কয়েক জন ব্যাটসম্যান এর সম্পর্কে আলোচনা করব যারা 99 রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন:-

বিরাট কোহলি:-

921144 918335 685871 674445 sadkohli

2013 আইপিএলে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে একটি ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের বয়স যখন 16 ওভার আরসিবির স্কোর চার উইকেট হারিয়ে 106 রান। সেই সময় হঠাৎই চার এবং ছক্কার বন্যা শুরু হয় বিরাট কোহলির ব্যাটে। কিন্তু 99 রানের মাথায় রান আউট হয়ে সেঞ্চুরি মিস করেই প্যাবিলিয়নে ফিরে যেতে হয় বিরাট কোহলিকে। কোহলির সেই ইনিংসটি সাজানো ছিল 10 টি চার এবং 4 টি ছয় দিয়ে।

পৃথ্বী শ:-

কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে আইপিএল এর একটি ম্যাচে 55 বলে 99 রানে মারকাটারি ইনিংস খেলেন পৃথ্বী শ। দুর্ভাগ্যবশত জয়ের দৌড়গড়ায় গিয়ে 99 রানে আউট হয়ে সেই ম্যাচে সেঞ্চুরি মিস করেন পৃথ্বী শ। পৃথ্বী শ-র সেই ইনিংসটি সাজানো ছিল 12 টি চার এবং 3 টি ছয় দিয়ে।

সুরেশ রায়না:-

Suresh Raina 2

2013 সালে হায়দ্রাবাদ বনাম চেন্নাই ম্যাচের 52 বলে 99 রানের ইনিংস খেলেন সুরেশ রায়না। শেষ বলে সেঞ্চুরি পূরণ করতে গেলে সুরেশ রায়নার দরকার ছিল 5 রান কিন্তু শেষ বলে চার মেরে 99 রানে অপরাজিত থাকেন সুরেশ রায়না। রায়নার সেই ইনিংসটি সাজানো ছিল 11 টি চার এবং 3 টি ছয় দিয়ে।

ঈশান কিশান:-

28kishan

গতবছর দুবাইয়ের মাটিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে 58 বলে 99 রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। ঈশান কিশানের সেই ইনিংসটি সাজানো ছিল 2 টি চার এবং 9 টি ছয় দিয়ে।

ক্রিস গেইল:-

DMIPL 8990 1
আইপিএলের ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 99 রানে দু-বার আউট হয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। 2019 সালের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 99 রানে আউট হওয়ার পর 2020 সালে ফের রাজস্থান রয়েলসের বিরুদ্ধে 99 রানে আউট হন। তবে তার আগে তিনি আইপিএলের ছ-বার শতরানের গণ্ডি পার করেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর