বাংলাহান্ট ডেস্ক : ‘নূপুর শর্মার (Nupur Sharma) মাথা’ রীতিমতো নিলামে তুলে বসে আছে একদল মানুষ। কেউ বলছে যে নূপুরের মাথা কেটে আনতে পারলে তাকেই তার পুরো বাড়িটাই লিখে দেবে। বলার পর অবশ্য নিজের বাড়ি-ঘর ছেড়ে পালাতে হয় কাশ্মীরে। সেখানেও রক্ষা হলো না। এখন আপাতত তার ঠাঁই পুলিশের জেলেই। এবার কলকাতার এক ব্যক্তি ‘নূপুর শর্মার মাথার’ দাম ঠিক পাঁচ লক্ষ, অর্থাৎ যে নূপুর শর্মার মাথা আনতে পারবে তাকে ওই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা দেবে।
আমি ওয়াসিম রাজা, সম্পুর্ণ নিজের দায়িত্বে বলছি…
পয়গম্বর বিতর্কে নূপর শর্মাকে হত্যার হুমকি প্রথম থেকেই দিয়ে আসছে কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও আপলোড করে তারা হুমকির পর হুমকি দিয়ে চলেছে ক্রমাগত। এবার কলকাতার ওয়াসিম রাজা নামে এক ব্যক্তি একটি ছবি আপলোড করে নূপুর শর্মার মাথার দাম ৫ লক্ষ টাকা নির্ধারণ করলো।
ওয়াসিমের আরও একটি পরিচয় আছে। সে তৃণমূল নেতা (TMC)। শুধু তাই তার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ( Mamata Banerjee) সঙ্গে তোলা একাধিক ছবিও আছে। অংশুল সাক্সেনা নামের ট্যুইটার ব্যবহারকারী এক ব্যক্তি তার ট্যুইটার হ্যাণ্ডেলে ওয়াসিম রাজার একটি পোস্টের স্ক্রিনশট আপলোড করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে ওয়াসিম নূপুর শর্মার বিষয়ে বেশ কিছু কথা লিখেছে। সে লিখেছে, ‘ আমি ওয়াসিম রাজা, সম্পুর্ণ নিজের দায়িত্বে বলছি, ‘গুস্তাখ-এ-রসুল’ এর শাস্তি হিসাবে যে নূপুর শর্মার মাথা কেটে আনতে পারবে তাকে আমি ৫ লক্ষ টাকা পুরষ্কার দেবো। বন্ধুরা, আমাদের পয়গম্বর মহম্মদ সাল্লাহো অলোহিওয়াসল্লমকে যদি ভালোবেসে থাকো তাহলে এই পোস্টটা শেয়ার করো। এই বিতর্কের মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে ওয়াসিম রাজাকেও।
নূপুর শর্মা ‘সাদা পোশাকের বেশ্যা’ …!
তবে ওয়াসিম রাজাই প্রথম নয়। এর আগেও একাধিক ব্যক্তি নূপুর শর্মাকে হত্যা করার জন্য পুরস্কার ধার্য করেছে। ৩০মে হায়দরাবাদের স্থানীয় দল এআইএমআইএম (AIMIM) নূপুর শর্মার হত্যাকারীর জন্য ১০০০০০০০ টাকা পুরস্কার ঘোষণা করে। শুধু তাই নয়, এই দলের নেতা কবি আব্বাসী নূপুর শর্মাকে ‘সাদা পোশাকের বেশ্যা’ বলেও কটূক্তি করে। ৮ জুন সুরাটের ভীমসেনা নূপুরের জিভ কেটে আনতে পারলে তার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। হরিয়ানার মেওয়াত অঞ্চল, যা ‘মিনি পাকিস্তান’ নামেও পরিচিত, সেখান থেকেও ঘোষণা করা হয় নূপুর শর্মার জিভ কেটে নিলেই পুরস্কার মিলবে ২ কোটি টাকা। তবে কলকাতার তৃণমূল নেতা ওয়াসিম রাজার বিরদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে।