বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। সেই ফলাফলে ইতিহাস তৈরি করলেন NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তিনি। দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শীঘ্রই শপথ গ্রহণ করে নিজের কাঁধে তুলে নেবেন দেশের দায়িত্ব। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থাকবেন দিল্লির রাষ্ট্রপতি ভবনে। এটি হলো বিশ্বের বৃহত্তম সাংবিধানিক প্রধানের বাসভবন। আসুন জেনে নেওয়া যাক ভারতের রাষ্ট্রপতি তার জীবদ্দশায় আর কি কি সুবিধা ভোগ করে থাকেন।
১. যে ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি থাকেন সেটি মোট চারতলা। সব মিলিয়ে এই ভবনে ৩৪০টির কাছাকাছি ঘর আছে। আড়াই কিলোমিটার করিডর ও ১৯০ একর জমির উপর অবস্থিত রয়েছে বাগান।
২. রাষ্ট্রপতির থাকার জন্য হায়দ্রাবাদেও একটি বিলাসবহুল ভবন রয়েছে। যার নাম “রাষ্ট্রপতি নিলায়ম।”
৩.“রিট্রিট বিল্ডিং” নামের একটি ভবন আছে শিমলাতে ছুটি কাটানোর জন্য।
৪. রাষ্ট্রপতি সচিবালয় থাকেন পাঁচজন কর্মী। এছাড়াও রাষ্ট্রপতি ভবনের দেখভালের জন্য নিযুক্ত আছেন প্রায় দু’শজন কর্মী।
৫. রাষ্ট্রপতির মাসিক বেতনের অংক শুনলে চমকে উঠতে হয়। বর্তমানে রাষ্ট্রপতি প্রতি মাসে ৫ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। এর আগে ২০১৭ সাল পর্যন্ত বেতনের পরিমাণ ছিল দেড় লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন লাগু হওয়ার পর প্রধানমন্ত্রী, রাজ্যপাল সহ বেতন বৃদ্ধি পায় রাষ্ট্রপতিরও।
৬. সারা জীবন বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান রাষ্ট্রপতি।
৭. রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন ও অন্যান্য অতিথিদের আপ্যায়নের জন্য সরকার বরাদ্দ করে প্রায় বাৎসরিক ২ কোটি ২৫ লক্ষ টাকা।
৮.একটি কালো মার্সিডিজ বেঞ্জ গাড়ি বরাদ্দ থাকে রাষ্ট্রপতির জন্য। এছাড়াও একটি লিমুজিন গাড়িও বরাদ্দ থাকে।
৯. রাষ্ট্রপতি সহ তার স্বামী বা স্ত্রী সারা পৃথিবীতে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন।
১০. অবসর গ্রহণের পর প্রতি মাসে রাষ্ট্রপতি পেনশন স্বরূপ দেড় লক্ষ টাকা করে পেয়ে থাকেন।
১১. অবসরের পর রাষ্ট্রপতি ভবন ত্যাগ করে দিতে হয়। এরপর প্রাক্তন রাষ্ট্রপতির থাকার জন্য বরাদ্দ করা হয় অন্য একটি সুসজ্জিত বাংলো।
১২. অবসর গ্রহণের পর দুটি ল্যান্ডফোন ও একটি মোবাইলের খরচা প্রদান করে সরকার।
১৩. অবসর গ্রহণের পর প্রয়োজনীয় কর্মীদের বেতন বাবদ প্রাক্তন রাষ্ট্রপতিদের সরকার বাৎসরিক ৬০ হাজার টাকা করে দিয়ে থাকে।
১৪. অবসর গ্রহণের পর একজন সঙ্গী নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি বিনামূল্যে ট্রেন বা বিমানে ভ্রমণ করতে পারেন।